সাংবাদিক রোজিনাকে গ্রেফতারের নিন্দা জানিয়েছে ভয়েস অব কুলাউড়া।

প্রকাশিত: ৯:১৫ পূর্বাহ্ণ, মে ১৯, ২০২১

সাংবাদিক রোজিনাকে গ্রেফতারের নিন্দা জানিয়েছে ভয়েস অব কুলাউড়া।
booked.net

স্টাফ রিপোর্টঃ- দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক ও আন্তর্জাতিক পুরুস্কার প্রাপ্ত শক্তিমান সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে হেনস্থা ও তার বিরুদ্ধে শাহবাগ থানায় অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের (১৯২৩) ৩ ধারায় মামলা দায়ের ও গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও দুঃখ প্রকাশ করেছেন ভয়েস অব কুলাউড়ার বোর্ড চেয়ারম্যান আশরাফুল আলম, চীফ এডিটর শফিক্কুজামান চৌধুরী রিপন, এডভাইসার আবুল ফাত্তাহ, সাইদুজ্জামান রাসেল, মুহিতুর রহমান চৌধুরী রিপন, শিমুল খান, মাহফুজ আদনান। পত্রিকার সম্পাদক আব্দুল কাইয়ুম মিন্টু, ব্যবস্থাপনা সম্পাদক নুরুল ইসলাম ইমন, আই টি বিশেষজ্ঞ এনামুল হক, ফটো সাংবাদিক শুন্য সুমন, স্টাফ রিপোর্টার জাকির হোসেন, অনিক রহমান, রাহিম আহমেদ মান্না, শহর প্রতিনিধি লাভলু আহমেদ, প্রমুখ।
 

নেতৃবৃন্দরা বলেন- সাংবাদিকতা একটি মহান পেশা। আর এই পেশাগত দায়িত্ব পালনের সময় রোজিনা ইসলাম কে এভাবে আটকের ঘটনা বাক স্বাধীনতার উপর আঘাত। তাছাড়া বিবৃতিতে অবিলম্বে রোজিনাকে নিঃশর্তে মুক্তি দেওয়ার আহবান জানান তারা।
 

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad