সমবায়ীদের মাধ্যমে দেশে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে- নাদেল।

প্রকাশিত: ৭:২৪ পূর্বাহ্ণ, জুন ৪, ২০২৩

সমবায়ীদের মাধ্যমে দেশে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে- নাদেল।
booked.net

নিজস্ব প্রতিনিধি:- বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন- সমবায়ীদের মাধ্যমে দেশে ব্যাপক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ে তোলাই বর্তমান সরকারের লক্ষ্য। এ লক্ষ্য অর্জনের জন্য দেশের সমবায়ীরা বিভিন্ন পেশাভিত্তিক সমবায় সমিতি গঠন করে সঞ্চয় ও বিনিয়োগের মাধ্যমে আয়বর্ধক ও উৎপাদনমুখী কার্যক্রম পরিচালনা করছে। সমবায় সমিতির সদস্যরা নিজেদের জীবনমান উন্নয়নের পাশাপাশি জাতীয় অর্থনীতিতে অবদান রাখছেন।

নাদেল বলেন, সমাজের বিভিন্ন পেশাজীবী এবং বেকার জনগোষ্ঠীর ভাগ্যের পরিবর্তন এবং জীবনযাত্রার মান উন্নয়নের অন্যতম সোপান হচ্ছে সমবায়। শনিবার (৩ জুন) দুপুরে কুলাউড়া উপজেলা কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর উদ্যোগে কুলাউড়া পৌর মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন। কুলাউড়া উপজেলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান মো. মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি গৌর চন্দ্র সিংহের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বৃহত্তর ময়মনসিংহ (ছ) অঞ্চলের ডিরেক্টর অধ্যক্ষ মোঃ হেলান উদ্দিন ও নবীন চন্দ্র মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন।

ছবিঃ- বক্তব্য রাখছেন শফিউল আলম চৌধুরী নাদেল।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!