শেখ মোহাম্মদ বিন জায়েদ আমিরাতের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত।

প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, মে ১৪, ২০২২

শেখ মোহাম্মদ বিন জায়েদ আমিরাতের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত।
booked.net
Manual5 Ad Code

অনলাইন ডেস্কঃ- সংযুক্ত আরব আমিরাতের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আবু ধাবির শাসক শেখ মোহাম্মদ বিন জায়েদ (এমবিজেড)। রাজধানী আবু ধাবিতে আমিরাতের শাসকদের এক বৈঠকের পর মোহাম্মদ বিন জায়েদকে প্রেসিডেন্ট হিসেবে মেনে নেন বাকিরা। এর মধ্য দিয়ে আরব আমিরাতের তৃতীয় প্রেসিডেন্ট হলেন তিনি। এর আগে গতকাল শুক্রবার সাবেক প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদের মৃত্যু হলে দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচনের কার্যক্রম শুরু হয়।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াম জানায়, ফেডারেল সুপ্রিম কাউন্সিল শনিবার নতুন প্রেসিডেন্ট নির্বাচন করে। এই কাউন্সিলের সদস্য আমিরাতের সকল অঞ্চলের শাসকরা।  প্রেসিডেন্ট নির্বাচন করায় অন্যদের ধন্যবাদ দিয়েছেন মোহাম্মদ বিন জায়েদ। তিনি তার উপরে আরোপিত এ দায়িত্বকে বিশাল বলে আল্লাহর কাছে সাহায্য চান।

Manual3 Ad Code

নতুন প্রেসিডেন্ট শেখ মোহাম্মদের পুরো নাম শেখ মোহাম্মদ বিন আল জায়েদ আল নাহিয়ান। তবে দুনিয়ার সবাই তাকে চেনে এমবিজেড নামে। তার সৎ ভাই শেখ খলিফা সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট হলেও কার্যত তিনিই দেশ শাসন করতেন বলে জনশ্রুতি রয়েছে। সৌদি আরবে মোহাম্মদ বিন সালমান (এমবিএস) এবং এমবিজেড আরব দুনিয়ার সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি বলে পরিচিত।

Manual4 Ad Code

সাবেক নেতা শেখ খলিফার মৃত্যুর এক দিন পর এমবিজেড প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। এখন থেকে তিনি সরাসরি দেশটি পরিচালনা করবেন।

৬১ বছর বয়স্ক শেখ মোহাম্মদ আরব দুনিয়ার অন্যতম ক্ষমতাধর নেতা হিসেবে পরিচিত। ব্রিটেনের রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্ট থেকে গ্রাজুয়েট করা শেখ মোহাম্মদ উপসাগরীয় অঞ্চলের সর্বোত্তমভাবে সজ্জিত সেনাবাহিনীর কমান্ডে রয়েছেন।
তিনি আরব আমিরাতের সামরিক বাহিনীতে উচ্চপ্রযুক্তির বাহিনীতে পরিণত করেছেন। সেই সাথে তেল সম্পদ ও ব্যবসায়িক কেন্দ্রবিন্দু হিসেবেও দেশটিকে পরিচিত করেছেন।

Manual2 Ad Code

এমবিজেডের প্রভাব প্রতিষ্ঠিত হতে শুরু করে ২০১৪ সালে তার শেখ খলিফা স্ট্রোকে আক্রান্ত হলে তিনি সামনে না এলেও প্রকৃত ক্ষমতা তার হাতেই ছিল বলে ধারণা করা হতে থাকে। আর শনিবার (১৪মে) দ্রুত তাকে দায়িত্বভার আনুষ্ঠানিক ভাবে প্রদান করায় তেল ও গ্যাস সমৃদ্ধ দেশটিতে স্থিতিশীলতা বজায় রয়েছে বলেই ইঙ্গিত দেওয়া হলো।

Manual2 Ad Code

Ad

Follow for More!