শবেবরাতের তারিখ নির্ধারণে আজ সভা।

প্রকাশিত: ৭:১২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৩

শবেবরাতের তারিখ নির্ধারণে আজ সভা।
booked.net

Manual8 Ad Code

অনলাইন ডেস্কঃ- শবেবরাতের তারিখ নির্ধারণে আজ মঙ্গলবার সভা করবে জাতীয় চাঁদ দেখা কমিটি। ইসলামিক ফাউন্ডেশন (ইফা) সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।

Manual8 Ad Code

ইফার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪৪৪ হিজরি সনের পবিত্র শবেবরাতের তারিখ নির্ধারণ এবং পবিত্র শাবান মাসের চাঁদ দেখার লক্ষ্যে আজ ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হলো। টেলিফোন নাম্বারগুলো হলোঃ- ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বরগুলো হলোঃ- ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

Manual1 Ad Code

 

Manual7 Ad Code

Ad

Follow for More!