রাউৎগাঁও ঘরে সিঁদ কেটে সাড়ে তিন বছরের শিশু চুরি! 

প্রকাশিত: ৬:৪০ পূর্বাহ্ণ, মে ১১, ২০২২

রাউৎগাঁও ঘরে সিঁদ কেটে সাড়ে তিন বছরের শিশু চুরি! 
booked.net
Manual6 Ad Code

 

নিজস্ব সংবাদ দাতাঃ- কুলাউড়ায় রাতের আঁধারে ঘর থেকে সাড়ে তিন বছরের এক শিশু চুরি করে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশুটিকে উদ্ধারের জন্য পুলিশ জোরালো অভিযান চালাচ্ছে। 

জানা যায়, উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের কৌলা গ্রামের বাসিন্দা আকবর মিয়ার বসত ঘরে মঙ্গলবার দিবাগত (১০ মে) রাত প্রায় আড়াইটায় দুর্বৃত্তরা সিঁদ কেটে ভেতরে ঢুকে। এসময় দুবাই প্রবাসী মর্তুজ আলী ও লিজা বেগম দম্পত্তির সাড়ে তিন বছরের ছেলে মাহিনকে ঘুমন্ত অবস্থায় চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। মাহিনের পিতা দুবাই প্রবাসী থাকায় লিজা বেগম সন্তানকে নিয়ে কৌলা গ্রামে বাবার বাড়ি থাকেন। ঘটনার পর থেকেই সন্তান হারা মা লিজা বেগম পাগলপ্রায়। হৃদয় বিদারক এই ঘটনাটি শোনার পর সকাল থেকেই ঘটনাস্থল কৌলা গ্রামে মানুষের উপচে পড়া ভীড় লক্ষ্য করা যাচ্ছে। সেখানে পুলিশও রয়েছে।

Manual7 Ad Code

কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় জানান, পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছে। জিডির সূত্র ধরেই পুলিশ উদ্ধার অভিযানে নেমেছে।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!