মৌলভীবাজার পায়রা ও বেলুন উড়িয়ে পুলিশ সুপার গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধন।

প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ, মার্চ ১, ২০২৩

মৌলভীবাজার পায়রা ও বেলুন উড়িয়ে পুলিশ সুপার গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধন।
booked.net

স্টাফ রিপোর্টঃ- পুলিশ সুপার গোল্ডকাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ মার্চ) সকালে জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহানের সভাপতিত্বে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে পুলিশ সুপার গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, মৌলভীবাজারের পৌর মেয়র ফজলুর রহমান, কুলাউড়ার পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, প্রমুখ।

পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, জেলা পুলিশের মূল উদ্দেশ্যই খেলার মাঠে প্রাণ ফিরিয়ে আনা, আর এ জন্যই এ টুর্নামেন্ট।

উদ্বোধনী ম্যাচে কুলাউড়া উপজেলা ও মৌলভীবাজার সদর উপজেলা মুখোমুখি হয়ে কুলাউড়া জয়লাভ করে।

ছবিঃ- উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান খেলোয়ারদের সাথে করমর্দন করছেন।

Ad