মনু নদী থেকে ভাসমান লাশ উদ্ধার।

প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৩

মনু নদী থেকে ভাসমান লাশ উদ্ধার।
booked.net

নিজস্ব প্রতিনিধিঃ- কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়ন এলাকায় মনু নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লাশ উদ্ধার করে কুলাউড়া থানা পুলিশ।

পুলিশ জানায়, বেলা প্রায় দেড়টার দিকে পৃথিমপাশা ইউনিয়নের রাজাপুর এলাকায় মনু নদীতে ভাসমান লাশ দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। কুলাউড়া থানার এসআই নাঈমুল হাসান ঘটনাস্থল থেকে সন্ধ্যায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এসআই নাঈমুল সাংবাদিক দের জানান, স্থানীয় লোকজন লাশ শনাক্ত করতে পারেনি। ময়না তদন্তের জন্য রবিবার লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। ময়না তদন্তের প্রতিবেদন পেয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Ad