ভুকশিমইল স্কুলপড়ুয়া মেয়ের সঙ্গে অশালীন আচরণ। প্রতিবাদ করায় বাবার ওপর হামলা।

প্রকাশিত: ৮:৪৮ পূর্বাহ্ণ, অক্টোবর ৭, ২০২৪

ভুকশিমইল স্কুলপড়ুয়া মেয়ের সঙ্গে অশালীন আচরণ। প্রতিবাদ করায় বাবার ওপর হামলা।
booked.net

Manual7 Ad Code

স্টাফ রিপোর্ট:- স্কুলপড়ুয়া মেয়ের সঙ্গে অশালীন আচরণের প্রতিবাদ করায় বাবা মোস্তফা কামাল কে গৃহশিক্ষক কর্তৃক কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের মীরশংকর গ্রামে। শনিবার (৫ অক্টোবর) বিকেলে ঘটা এ ঘটনায় কুলাউড়া থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীর মামা।

Manual3 Ad Code

 

Manual1 Ad Code

জানা যায়, গৃহশিক্ষক হিসেবে মোস্তফা কামালের বাড়িতে এসে তার মেয়েকে পড়াতেন একই এলাকার মৃত আজম্মিল আলীর ছেলে খসরু মিয়া। নিত্যদিনের মতো গত শনিবার (৫ অক্টোবর) বিকেলে সে পড়াতে আসে এবং খাতায় অংক লিখে দেওয়ার নাম করে তাকে জড়িয়ে ধরে অশালীন আচরণ শুরু করলে স্কুলছাত্রীর চিৎকার-চেচামেচিতে পাশের রুমে থাকা স্কুলছাত্রীর মা এসে গৃহশিক্ষক খসরু মিয়াকে নিবৃত্ত করেন ও শিক্ষার্থীর বাবা’কে অবগত করেন।

 

Manual7 Ad Code

একপর্যায়ে স্থানীয় ঘাটের বাজার এলাকায় মেয়ের বাবা মোস্তফা কামাল কে রাস্তায় একা পেয়ে খসরু মিয়া ও তার ভাই কাউসার আহমদ মিলে অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয়রা তাকে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা সিলেট ওসমানী মেডিকলে কলেজ হাসপাতালে প্রেরন করেন।

 

সর্বশেষ তথ্য অনুযায়ী, কুলাউড়া থানা পুলিশ ঘটনার দিন রাতে একজনকে আটক করে গতকাল (রোববার) আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। অপর আসামী পলাতক থাকায় তাকে আটক করা সক্ষম হয় নি। তবে তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Manual8 Ad Code

 

ছবিঃ- ইন্টারনেট।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!