ভাটেরায় যাত্রীবাহী মাইক্রোবাসের সাথে ট্রেনের ধাক্কা। শিশুসহ নিহত – ৩ ।

প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২১

ভাটেরায় যাত্রীবাহী মাইক্রোবাসের সাথে ট্রেনের ধাক্কা। শিশুসহ নিহত – ৩ ।
booked.net

Manual6 Ad Code

নিজস্ব সংবাদ দাতাঃ- কুলাউড়া উপজেলার ভাটেরায় যাত্রীবাহী মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৬ জন। আজ রোববার (৫ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১২ টার দিকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেন উপজেলার ভাটেরায় মাইক্রোবাস টিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনাটি ঘটে।

Manual7 Ad Code

উক্ত ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর বিষয় নিশ্চিত হওয়া গেলেও নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেন বাংলাদেশ রেলওয়ের কুলাউড়া স্টেশনের মাস্টার মুহিবুর রহমান।

এদিকে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ দাস এ প্রতিবেদককে জানান, কুলাউড়ায় যাত্রীবাহী মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ জন।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক উল্লেখ করে ওসি বলেন, আহতদের উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual7 Ad Code

প্রসঙ্গত, দুর্ঘটনায় শিশু আফিফ (৪) ও ফরিদ উদ্দিন (৪৫) নামে ২ জন ঘটনাস্থলে মৃত্যুবরন করে । নিহতরা সিলেট শহরের ১২৩/১ কাজীটুলা উঁচাসড়ক এলাকার বাসিন্দা।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!