ব্রাম্মনবাজারে চোরাইকৃত ১৩টি মোবাইল সহ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার। গ্রেফতার-০১।

প্রকাশিত: ১১:০৫ পূর্বাহ্ণ, মার্চ ৩০, ২০২৩

ব্রাম্মনবাজারে চোরাইকৃত ১৩টি মোবাইল সহ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার। গ্রেফতার-০১।
booked.net

Manual3 Ad Code

নিজস্ব সংবাদ দাতাঃ- কুলাউড়া থানা পুলিশের অভিযানে চোরাইকৃত ১৩টি মোবাইল ফোন ও লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার সহ কামরুল হাসান (১৯) নামে এক ব্যাক্তি কে গ্রেপ্তার করা হয়েছে। সে ব্রাম্মনবাজার ইউনিয়নের আদমপুর গ্রামের তৈমুছ মিয়া ওরফে বাঘা মিয়ার ছেলে। বৃহস্পতিবার (৩০ মার্চ) ভোররাতে অভিযান চালিয়ে পুলিশ চোরাই মালামাল সহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

জানা যায়, কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের মধ্য ব্রাহ্মণবাজারস্থ শিপার চৌধুরী ম্যানশন মার্কেটের শাহিন মিয়ার মালিকানাধীন ‘মা টেলিকম’ দোকানে গত বুধবার দিবাগত রাতে এক দুঃসাহসিক চুরি সংঘটিত হয়। চোর দোকানের সাটারের ৪টি তালা ভেঙে দোকানে ঢুকে বিভিন্ন মডেলের ১৩টি মোবাইল ফোন, ১টি কম্পিউটার মনিটর, নগদ ২ হাজার ২ শত টাকা সহ সর্বমোট লক্ষাধিক টাকার মালামাল চুরি করে পালিয়ে যায়।

বিষয়টি থানা পুলিশকে অবহিত করার পর চুরির পরদিন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে এসআই মোহাম্মদ আমির উদ্দিন সহ পুলিশের একটি চৌকষ টীম চোরকে গ্রেপ্তার ও মালামাল উদ্ধারের জন্য অভিযানে নামে। অভিযান কালে পার্শ্ববর্তী দোকানের সিসিটিভির ফুটেজ দেখে ঘটনায় জড়িত চোর কামরুল হাসান কে শনাক্ত করে ব্রাহ্মণবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Manual1 Ad Code

পরবর্তীতে তার দেওয়া তথ্য মতে চোরাইকৃত বিভিন্ন মডেলের ১৩টি মোবাইল ফোন, ১টি কম্পিউটার মনিটর, নগদ ২ হাজার ২ শত টাকা ও চুরির কাজে ব্যবহৃত লোহার শাবল, হাতুড়ি, লোহা কাটার ব্লেড উদ্ধার করে তা জব্দ করা হয়।

Manual8 Ad Code

আসামীর বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর আজ বিকেলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Manual6 Ad Code

ছবিঃ- পুলিশের হাতে আটক কামরুল হাসান।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!