বিয়ে ভাঙার খবর শুনেই তরুণী অসুস্থ,অবশেষে মৃত্যু।

প্রকাশিত: ৮:৫২ পূর্বাহ্ণ, মে ২০, ২০২২

বিয়ে ভাঙার খবর শুনেই তরুণী অসুস্থ,অবশেষে মৃত্যু।
booked.net
Manual5 Ad Code

আব্দুল কুদ্দুসঃ- কুলাউড়ায় হুসনা আক্তার (২৩) নামে এক কিশোরীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বুধবার রাতে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। হুসনা উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের দক্ষিণ লালারচক গ্রামের প্রবাসী আব্দুল মালেকের মেয়ে।

খবর পেয়ে বৃহস্পতিবার সকালে হুসনার বাড়িতে যান কুলাউড়া থানার এসআই শাহ্‌ আলম। তিনি জানান, বুধবার সন্ধ্যায় পরিবারের সঙ্গে শমসেরনগর বাজারে যায় হুসনা। সেখানে যাওয়ার পর হঠাৎ তার শরীর খারাপ হয়ে যায়। এ সময় হুসনা পানি খেতে চায়।

তখন তার মা দ্রুত গাড়ি থেকে নেমে একটি দোকান থেকে পানি কিনে দিলে খাওয়ার সাথে সাথে হুসনার শরীরের অবস্থা আরও অবনতির দিকে যায়। দ্রুত তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual3 Ad Code

তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে খবর পেয়ে হুসনার বাড়িতে পৌঁছে লাশ সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। ময়নাতদন্তে প্রতিবেদন পাওয়ার পর হুসনার মৃত্যুর বিস্তারিত কারণ জানা যাবে।এছাড়া হুসনার পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Manual5 Ad Code

হুসনার পরিবার সূত্রে জানা যায়, তেলিবিল এলাকার হাজী ফারুক মিয়ার ছেলে মুকিত মিয়ার সাথে বৃহস্পতিবার (১৯ মে) হুসনার বিয়ের তারিখ ছিল। কিন্তু হঠাৎ করে বিয়েটা ভেঙে যায়। এতে মানসিক ভাবে ভেঙে পড়েন হুসনা।

Manual8 Ad Code

ছবিঃ- ইন্টারনেট।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!