বিশ্বকাপ ফুটবলকে ঘিরে কর্মধায় আর্জেন্টিনা- ব্রাজিল সমর্থকদের প্রীতি ম্যাচ আয়োজন।

প্রকাশিত: ৮:৫৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২২

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে কর্মধায় আর্জেন্টিনা- ব্রাজিল সমর্থকদের প্রীতি ম্যাচ আয়োজন।
booked.net

স্টাফ রিপোর্টারঃ- বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে উপজেলার কর্মধা ইউনিয়নের নলডরী বাশফিল্ড মাঠে(২৩ সেপ্টেম্বর)বিকেলে কুলাউড়ার বর্তমান ফুটবলারদের বাছাই করা সেরা দুটি দল নিয়ে আর্জেন্টিনা- ব্রাজিল দুই নামে বিভক্ত হয়ে প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে। খেলাটির আয়োজন করে কুলাউড়ার ক্রীড়াঙ্গন পরিবার। বিশ্বকাপ ফুটবলকে ঘিরে এমন জমজমাট আয়োজনে তৃপ্তির ঢেঁকুর তুলেছেন স্থানীয় খেলোয়াররা।

খেলা শেষে কুলাউড়ার ক্রীড়াঙ্গন পরিবারের এডমিন আব্দুল কাইয়ুম মিন্টু’র পরিচালনায় পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ। অন্যান্য’র মধ্যে উপস্থিত ছিলেন- কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, কুলাউড়া থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম, কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এনামুল ইসলাম, ক্রীড়া সংগঠক শেখ আলী আজন, সাবেক ফুটবলার কাবুল পাল, প্রবাসী সাংবাদিক নাজমুল হোসেন, সংগঠক নাসির জামান খান জাকি, কুলাউড়ার ক্রীড়াঙ্গন পরিবারের প্রতিষ্ঠাতা আহসানুজ্জামান রাসেল, খন্দকার সাইফুর রহমান আফজাল, সাংবাদিক আলাউদ্দিন কবির, ক্রীড়া সংগঠক এহসান আহমদ টিপু, ধারাভাষ্যকার মইনুল ইসলাম পংকি, প্রমুখ।

খেলা পরিচালনা করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে’র তালিকাভুক্ত রেফারি- মুসা আহমেদ সুয়েট। সহকারী রেফারি ছিলেন এনায়েত জিল্লুর কবীর বদরুল ও রিয়াজ আহমদ সিপন।

প্রসঙ্গত, আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যকার ম্যাচ নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হয়। পরবর্তীতে টাইব্রেকারে ৭-৬ গোলে জয়লাভ করে আর্জেন্টিনা সমর্থকরা। প্রীতি এই ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন আর্জেন্টিনার গোলকিপার শাওন।

ছবিঃ- আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যকার ম্যাচের বিশেষ একটি মুহূর্ত।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad