প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২৪
স্টাফ রিপোর্টঃ- দীর্ঘদিনের বিভেদ ও অনৈক্য দূর ঠেলে এক কাতারে দাঁড়িয়েছে কুলাউড়া উপজেলা ও পৌর বিএনপি। এ উপলক্ষে আজ পহেলা ডিসেম্বর মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক ফয়জুল করিম ময়ুনের সভাপতিত্বে তাঁর বাসভবনে কুলাউড়া বিএনপি’র শীর্ষ নেতৃবৃন্দের নিয়ে এক ঐক্য সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, কুলাউড়া কাউন্সিলের প্রধান সমন্বয়ক মোশাররফ হোসেন বাদশা,জেলা বিএনপির অন্যতম সদস্য আন্দোলন সংগ্রামে আপোষহীন ও কারা নির্যাতিত নেতা এড আবেদ রাজা, হেলু মিয়া, বায়েস উদ্দিন, শওকতুল ইসলাম শকু, জয়নাল আবেদীন বাচ্চু, বদরুজ্জামান সজল,শামীম আহমদ চৌধুরী, সুফিয়ান আহমেদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভার সভাপতি ফয়জুল করিম ময়ুন জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আসন্ন মৌলভীবাজার জেলা ও কুলাউড়া বিএনপির কাউন্সিল সফল করার লক্ষ্যে কুলাউড়ার এই ঐক্যকে মাইল ফলক হিসেবে চিহ্নিত করে সকলকে অভিনন্দন জানান।
উল্লেখ্য, আগামী ৬ ডিসেম্বর বিকেল ৩টায় কুলাউড়া পৌর মিলনায়তনে কুলাউড়া বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের যৌথ সভা অনুষ্ঠিত হবে। এছাড়া’ও ১২ ডিসেম্বর কুলাউড়া বিএনপির কাউন্সিল অধিবেশন সফল ভাবে সম্পন্ন করার লক্ষ্যে দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
Published From
Positive International Inc,
73-16, Roosevelt Ave Floor 2, Jackson Heights, New York 11372.
Email : voiceofkulaura2@gmail.com
Chief Editor : Shafiq Chowdhury
Editor : Abdul Quayyum
Managing Editor : Nurul Islam Emon
Design and developed by positiveit.us