প্রকাশিত: ৭:০৯ পূর্বাহ্ণ, জুলাই ৩০, ২০২৫
নিজস্ব প্রতিনিধি:- জাতীয় পার্টির কমিটি গঠনের লক্ষ্যে সোমবার( ২৮ জুলাই ) সন্ধ্যায় রাউৎগাঁও ইউনিয়নের পীরেরবাজারে ইউপি মেম্বার চেরাগ আলী গোলাপের সভাপতিত্বে ও সিদ্দিকুর রহমান চৌধুরী নামুর পরিচালনায় এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য জাতীয় পার্টি’র (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য এডভোকেট নবাব আলী আব্বাছ খাঁন।
প্রধান অতিথির বক্তব্য নবাব আলী আব্বাস খান বলেন, আমি বিনা ভোটে এমপি হওয়ার সুযোগ ছিল, কিন্তু আমি সেই বিনা ভোটে এমপি হতে চাই নাই, আমি চেয়েছি বিগত দিনে যেভাবে আপনাদের ভোটে আমি এমপি নির্বাচিত হয়েছিলাম ঠিক সেইভাবে আমি যাতে আপনাদের ভোটে আবার নির্বাচিত হই। স্বৈরাচারী সরকারের জেল, জুলুম, নির্যাতন রক্তচক্ষু উপেক্ষা করে আন্দোলন সংগ্রামে ছিলাম এবং থাকবো।
নবাব আলী আব্বাস খান আরও বলেন, ঢাকার রাজপথে ১২ দলীয় জোটের পক্ষে মিছিল-মিটিং এ সবসময় সক্রিয় ছিলাম। তিনি বলেন, বিগত দিনে আমাকে যেভাবে স্বতঃস্ফূর্ত ভাবে আপনারা সমর্থন করেছেন,আশা করি আগামীতেও আমাকে একই ভাবে সমর্থন করবেন,পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা ও সমর্থন আমার কাম্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টি কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফজলে মাওলা চৌধুরী ফুয়াদ।এ সময় অন্যান্য’র মধ্যে বক্তব্য রাখেন খুরশেদ মিয়া, সিরাজুল ইসলাম ইকবাল, খন্দকার হাবিবুর রহমান দুধ,মনর মিয়া,প্রমূখ।
সভা শেষে চেরাগ আলী গোলাপ কে আহ্বায়ক, আব্দুল বাছিত, খুরশেদ আলী,জামাল মিয়া, হাবিবুর রহমান দুধ কে যুগ্ম আহ্বায়ক ও সিদ্দিকুর রহমান চৌধুরী নামু কে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
Published From
Positive International Inc,
73-16, Roosevelt Ave Floor 2, Jackson Heights, New York 11372.
Email : voiceofkulaura2@gmail.com
Chief Editor : Shafiq Chowdhury
Editor : Abdul Quayyum
Managing Editor : Nurul Islam Emon
Design and developed by positiveit.us