বণার্ঢ্য আয়োজনে লংলা ডিগ্রি কলেজের রজতজয়ন্তী অনুষ্ঠান সম্পন্ন।

প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৫

বণার্ঢ্য আয়োজনে লংলা ডিগ্রি কলেজের রজতজয়ন্তী অনুষ্ঠান সম্পন্ন।
booked.net

নিজস্ব প্রতিনিধি:- বণার্ঢ্য আয়োজনে কুলাউড়ার লংলা আধুনিক ডিগ্রি কলেজের ২৫ বছর পূর্তিতে দুই দিনব্যাপী রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

 

অনুষ্ঠানে লংলা আধুনিক ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি, সাবেক এমপি নওয়াব আলী আব্বাছ খানের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মো. মাজহারুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অনুষ্ঠানের উদ্বোধক নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. খন্দকার মোঃ আশরাফুল মুনিম, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি সৈয়দ সায়েম উদ্দিন আহমদ, মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন, সংবর্ধিত ব্যক্তি বিশিষ্ট জীন বিজ্ঞানী ও ধান গবেষক ড. আবেদ চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্টার জামিল আহমেদ চৌধুরী, বিএনপি নেতা এড. আবেদ রাজা, সাবেক অধ্যক্ষ খন্দকার আব্দুল ওয়াহিদ সারোয়ার।স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad