বইমেলায় আসছে কবি মনসুর আহমেদের ‘বুকপকেটে ভালোবাসা’।

প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৫

বইমেলায় আসছে কবি মনসুর আহমেদের ‘বুকপকেটে ভালোবাসা’।
booked.net

সাহিত্য ডেস্ক:- প্রেম, দ্রোহ এবং জীবনের নানা রূপকে কেন্দ্র করে সাজানো কবি মনসুর আহমেদ এর কাব্যগ্রন্থ`বুকপকেটে ভালোবাসা’ ভিন্ন দুটি আকর্ষণীয় প্রচ্ছদে প্রকাশ করেছে শব্দকথা প্রকাশন। বাংলা একাডেমি কর্তৃক আয়োজিত বইমেলায় বইটি পাওয়া যাবে শব্দকথা প্রকাশনের ১৭১ নং স্টলে। ৮০ পৃষ্ঠার বইটির মলাট মূল্য ২০০৳। অর্কিড ও গোলাপ ফুলের সাথে দৃষ্টিনন্দন পকেটে আকর্ষণীয় প্রচ্ছদ এঁকেছেন চারু পিন্টু ও আখতার উজ্জামান সুমন।

 

যেখানে জমে থাকে অসীম দুঃখ প্রাচীর, সেখানেই কবিতাগুলো ফুল হয়ে ফোটে। ঘ্রাণে মিশে থাকে বেদনার সুর, যা স্পর্শ করে পাঠকের হৃদয়। কবিতা শুধু শব্দের সাজানো মালা নয়, এটি হলো মনের গভীরে লুকিয়ে থাকা অনুভূতির এক নীরব ভাষা। এই ভাষা সেইসব হৃদয়ের কথা বলে, যেগুলো হয়তো কখনো কাউকে বলা হয়নি। এই গ্রন্থের প্রতিটি কবিতা জীবনের রূপকথা ও বাস্তবতার মিশেলে এক নতুন পৃথিবী তৈরি করে।

 

কবিতা একটি প্রতিবিম্ব। এটি সেই আয়না, যেখানে মানুষ তার নিজস্ব মুখচ্ছবি খুঁজে পায়। বাবার অপ্রকাশিত দুঃখ, মায়ের নিঃস্বার্থ ভালোবাসা, অথবা প্রিয়জনের নীরব চাহনি—সবই কবিতার শব্দরূপে জীবন্ত হয়ে ওঠে। প্রতিটি লাইন, প্রতিটি শব্দ যেন পাঠককে তার নিজের অনুভূতির কাছে ফিরিয়ে নিয়ে যায়।

 

“বুকপকেটে ভালোবাসা” কাব্যগ্রন্থটি তেমনি এক আবেগঘন যাত্রার গল্প। প্রেম, দ্রোহ এবং জীবনের নানা রূপকে কেন্দ্র করে সাজানো এই বইটি পাঠককে তার নিজস্ব অনুভূতির গভীরে নিয়ে যাবে। এখানে প্রেম রয়েছে, যা উষ্ণতা জোগাবে। দ্রোহ রয়েছে, যা নতুন ভাবনার পথ দেখাবে।

 

এই বইটি উৎসর্গ করা হয়েছে বাংলা কবিতার রাজপুত্র কবি হেলাল হাফিজকে। তাঁর কবিতা কবি মনসুর আহমেদের সৃষ্টির প্রেরণা। তাঁর প্রতিটি শব্দ যেন উষ্ণ আলিঙ্গনের মতো কবি মনসুর আহমেদের কবিতার ভাঁজে ভাঁজে রয়ে গেছে। তাঁর সেই বিদ্রোহী চেতনা ও সূক্ষ্ম প্রেমের ছোঁয়া “বুকপকেটে ভালোবাসা”য় নতুন মাত্রা যোগ করেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad