ফের প্রতিবাদের ডাক দিয়েছেন ইমরান খান।

প্রকাশিত: ৭:১২ পূর্বাহ্ণ, জুন ২৮, ২০২২

ফের প্রতিবাদের ডাক দিয়েছেন ইমরান খান।
booked.net
Manual7 Ad Code

অনলাইন ডেস্কঃ- ছয় দিনের আল্টিমেটাম দিয়ে এক মাস আগে আজাদি মার্চের ইতি টেনেছিলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান।

যার প্রধান দাবি ছিল আগাম নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে শাহবাজ শরীফের সরকারকে। তবে এ বিষয়ে ক্ষমতাসীন সরকার কোনও আগ্রহ দেখায়নি।তাই আগামী ২ জুলাই আবারও ইসলামাবাদের প্যারেড গ্রাউন্ডে ফের প্রতিবাদের ডাক দিয়েছেন ইমরান খান।

Manual5 Ad Code

পিটিআইর রাজনৈতিক কমিটির এক সভা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সভায় ইমরানের দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

প্রতিবাদের ছক প্রকাশ করে ইমরান জানিয়েছেন, ২ জুলাই’র সরকারে বিরুদ্ধে কঠোর কর্মসূচিতে তিনি নেতৃত্ব দেবেন। এসময় আন্দোলনে তরুণদের অংশগ্রহণের মানসিকতারও প্রশংসা করেন ইমরান।

Manual3 Ad Code

ইমরান খানের দাবি, ‘স্থানীয় মির জাফররা’ সংবিধানকে অবজ্ঞা করেছে। তারা নিয়ম-নীতি, আইনের তোয়াক্কা না করে স্বৈরতান্ত্রিক আচরণ করছে।

Manual5 Ad Code

সূত্র: ডন।

Ad

Follow for More!