নিত্যপণ্যের দাম না কমানো হলে আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি।

প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, মে ১৪, ২০২২

নিত্যপণ্যের দাম না কমানো হলে আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি।
booked.net

শেখ সুমনঃ- বাজারে নিত্যপণ্যের দাম না কমানো হলে আগামীতে কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আবেদ রাজা। জাতীয়তাবাদী মহিলা দল কুলাউড়া উপজেলা ও পৌর  শাখার যৌথ উদ্যোগে তেল, চাল ও ডাল সহ নিত্যপণ্যের দাম বৃদ্ধি ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ডাকা বিক্ষোভ মিছিল শেষে অনুস্টিত প্রতিবাদ সমাবেশে এই  হুশিয়ারি দেন তিনি।

শনিবার (১৪ মে) দুপুরে কুলাউড়া পৌর মহিলা দলের আহ্বায়ক শাকিলা চৌধুরীর সভাপতিত্বে ও সহ-সদস্য সচিব সুফিয়া রহমান ইতির পরিচালনায় পৌর শহরস্থ চৌমুহনীতে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য অ্যাডভোকেট আবেদ রাজা আরও বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বৃহৎ আন্দোলন গড়ে তুলে শ্রীলঙ্কার মতো অবস্থার সৃষ্টি করা হবে। শেখ হাসিনার অধীনে এ দেশে আর কোনো নির্বাচন করতে দেয়া হবে না। তেল সহ নিত্যপণ্যের দাম কমানো না হলে বিএনপি আগামীতে আরও কঠোর আন্দোলনে নামবে বলে’ও তিনি আলটিমেটাম দেন।

প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা বিএনপি’র সভাপতি ও পৌর কাউন্সিলর জয়নাল আবেদিন বাচ্চু, উপজেলা বিএনপি’র সাধারণ সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমেদ, মহিলা দলের নেত্রী মমতাজ হাসান, সুমাইয়া রহমান সাবু, কাউন্সিলর সুফিয়া রহমান, রহিমা বেগম।

উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে জাতীয়তাবাদী মহিলা দল সহ কুলাউড়া  উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!