নর্তন গ্রামে কৃষক সমাবেশ অনুষ্ঠিত।

প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২২

নর্তন গ্রামে কৃষক সমাবেশ অনুষ্ঠিত।
booked.net

Manual2 Ad Code

নিজস্ব সংবাদ দাতাঃ- কুলাউড়ায় অনাবাদি পতিত জমি আবাদের আওতায় আনার লক্ষ্যে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৬টায় উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের নর্তন গ্রামে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে কৃষি ও ফসল উৎপাদন খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার। আমাদের জেলা প্রশাসন ও কৃষিসম্প্রসারণ সবাই মিলে কৃষিখাতে সেচ সংকট, জলাবদ্ধতা ও প্রবাসীদের পতিত জমিসহ বেশ কয়েকটি সমস্যা চিহ্নিত করেছি। ইতিমধ্যে এসব সমস্যা নিরুপণে আমরা কাজ করে যাচ্ছি।

Manual3 Ad Code

তিনি আরো বলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কৃষকদেরকে সহায়তায় প্রনোদনার ব্যবস্থা করা হচ্ছে। কৃষিতে শতভাগ সাফল্যে আমরা নগদ অর্থসহ সকল সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছি। জেলার ৮৭০০ জনকে সবজির বীজ বিতরণ করা হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে গেলে কুলাউড়াসহ পুরো জেলায় কৃষি ফসলে স্বয়ংসম্পন্ন হবো এবং এক টুকরোও পতিত জমি থাকবে না।

Manual2 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শামসুদ্দিন আহমদ, জেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুস সামাদ, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু ও সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, প্রমুখ।

ছবিঃ- কৃষক সমাবেশে বক্তব্য রাখছেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!