প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৫
স্টাফ রিপোর্ট:- কুলাউড়া উপজেলার প্রত্যন্ত এলাকা হাজীপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রাম। ওই গ্রামে ২০২০ সালে প্রতিষ্ঠিত হয় পাইকপাড়া এমএ আহাদ আধুনিক কলেজ। স্বল্প সময়ের মধ্যে পড়ালেখার মানোন্নয়ন এবং ফলাফল অর্জনে এ কলেজ উপজেলার মধ্যে সেরা সফলতা অর্জন করে। গত ২ মার্চ কলেজের নির্বাহী কমিটির এক সভায় সর্বসম্মতিক্রমে হাজীপুরের কৃতি সন্তান,বিশ্ববরেণ্য বাঙালি জিন বিজ্ঞানী, বিজ্ঞানলেখক এবং কবি ড. আবেদ চৌধুরীকে কলেজের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ প্রদান করা হয়।
অস্ট্রেলিয়া প্রবাসী কুলাউড়ার হাজীপুর ইউনিয়নের কানিহাটি গ্রামের বাসিন্দা ড. আবেদ চৌধুরী ১৯৫৬ সালের পহেলা ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। ১৯৭২ সালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে প্রথম বিভাগে এসএসসি, ১৯৭৪ সালে নটরডেম কলেজ থেকে প্রথম বিভাগে এইচএসসি পাস করেন। ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে ভর্তি হন। অনার্স শেষ করে ১৯৭৯ সালে যুক্তরাষ্ট্রের অরেগন ইনস্টিটিউট অব মলিকুলার বায়োলজি বিভাগে পড়তে যান। ১৯৮৩ সালে জিন বিজ্ঞানে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ১৯৮৯ সালে অস্ট্রেলিয়ায় স্থায়ী হওয়ার উদ্দেশ্যে গমন করেন। ১৯৮৩ সালে টিউলিপ চৌধুরীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের একমাত্র সন্তান সামি চৌধুরী।
১৯৯৮ খ্রিস্টাব্দে ‘শৈবাল ও অন্তরীক্ষ’ গ্রন্থটি প্রকাশের মধ্য দিয়ে তাঁর কবি হিসাবে আত্মপ্রকাশ। আবেদ চৌধুরীর ইংরেজি এবং বাংলা মিলিয়ে ১০টির বেশি বই প্রকাশিত হয়েছে।
Published From
Positive International Inc,
73-16, Roosevelt Ave Floor 2, Jackson Heights, New York 11372.
Email : voiceofkulaura2@gmail.com
Chief Editor : Shafiq Chowdhury
Editor : Abdul Quayyum
Managing Editor : Nurul Islam Emon
Design and developed by positiveit.us