ডলারের আধিপত্য কমে যাচ্ছে!

প্রকাশিত: ৮:২৯ পূর্বাহ্ণ, এপ্রিল ৩, ২০২২

ডলারের আধিপত্য কমে যাচ্ছে!
booked.net
Manual5 Ad Code

ডেস্ক নিউজঃ- ইউক্রেনে আগ্রাসনের জেরে রাশিয়ার ওপর অগণিত নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা। ফলে আন্তর্জাতিক মুদ্রাবাজারে ডলারের আধিপত্য কমতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের (আইএমএফ) ঊর্ধ্বতন কর্মকর্তা গীতা গোপিনাথ। তিনি আইএমএফে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিযুক্ত আছেন। খবর আল জাজিরার।

গীতা বলেন, ‘ইউক্রেন ইস্যুতে বিশ্ব অর্থনীতিতে প্রভাব পড়েছে। রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞাগুলোর কারণে আন্তর্জাতিক মুদ্রাবাজারে বিভাজন সৃষ্টি হতে পারে। এতে আধিপত্য কমতে পারে ডলারের। তবু বৈশ্বিক মুদ্রাব্যবস্থার বড় একটি অংশ থাকবে ডলার।’

Manual7 Ad Code

তিনি আরও বলেন, ‘ইউক্রেন ইস্যুর কারণে বিশ্বব্যাপী ডিজিটাল অর্থব্যবস্থাও জনপ্রিয় হয়ে উঠতে পারে।’

Manual6 Ad Code

Ad

Follow for More!