প্রকাশিত: ৭:৫৫ পূর্বাহ্ণ, জুলাই ১৭, ২০২২
অনলাইন ডেস্কঃ- ওয়েস্ট ইন্ডিজ সফরে সাকিব ও মাহমুদউল্লাহ ব্যর্থ হলেও শতভাগ সফল হয়েছেন তামিম ইকবাল। টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে ভরাডুবির পর তার নেতৃত্বে ওয়ানডে সিরিজে উইন্ডিজকে ৩-০ তে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। তামিম শুধু নেতৃত্ব’ই দেননি, ভালো ব্যাটিং করে হয়েছেন সিরিজ সেরা।
ক্যারিবীয়দের তাদের মাঠেই চুনকামের খবরে যখন তৃপ্তির ঢেকুর তুলছিলেন বাংলাদেশি সমর্থকরা, তখন ফেসবুকে এক পোস্টে সবাইকে চমকে দিলেন তামিম। ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকে তামিম এক ফেসবুক পোস্টে জানালেন, টি-টোয়েন্টি ফরম্যাটে তিনি সাবেক হয়ে গেছেন!
তামিম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশ সময় ভোর ৪টায় লিখেছেন, ‘আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজকে থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন। ধন্যবাদ সবাইকে।’
২০২০ সালের মার্চের পর থেকে টি-টোয়েন্টি খেলছেন না তামিম। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে ডাক পেয়েও নিজেকে সরিয়ে নেন তিনি।এর পর কুড়ি ওভারের ফরম্যাট থেকে ছয় মাসের বিরতিতে যান। সেই বিরতি শেষ হওয়ার আগেই টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন এই খ্যাতিমান খেলোয়ার। তাছাড়া বিগত বছর সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপেও খেলেননি তামিম। এর পর মাঝে ছয় মাস স্বেচ্ছায় বিরতিতে ছিলেন। এরই মধ্যে হঠাৎ দিলেন বিদায়ের ঘোষণা।
প্রসঙ্গত, দেশের হয়ে ৭৮ টি-টোয়েন্টিতে ২৪ দশমিক ১ গড় এবং ১১৭ স্ট্রাইকরেটে ১ হাজার ৭৫৮ রান করেছেন তামিম। দেশের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরিয়ানও তিনি।
Published From
Positive International Inc,
73-16, Roosevelt Ave Floor 2, Jackson Heights, New York 11372.
Email : voiceofkulaura2@gmail.com
Chief Editor : Shafiq Chowdhury
Editor : Abdul Quayyum
Managing Editor : Nurul Islam Emon
Design and developed by positiveit.us