টিলাগাঁও ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন।

প্রকাশিত: ৫:১৭ পূর্বাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৪

টিলাগাঁও ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন।
booked.net

নিজস্ব প্রতিনিধি:- বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলাউড়া উপজেলার অন্তর্গত টিলাগাঁও ইউনিয়ন শাখার ২০২৫ -২০২৬ সেশনের জন্য দায়িত্বশীল মনোনয়ন সম্পন্ন করা হয়েছে। সম্প্রতি দলীয় কার্যালয়ে এক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউনিয়নের দায়িত্বশীলদের নাম ঘোষণা করেন মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমীর মো. আব্দুর রহমান। সকলের সম্মতিতে টিলাগাঁও ইউনিয়ন জামায়াতের আমীর মনোনীত হয়েছেন সৈয়দ গোলাম আকবর (আফজাল), নায়েবে আমীর মো. আব্দুল অদুদ চৌধুরী ও সেক্রেটারি মো. হামিদুর রহমান। তাছাড়া বায়তুল মাল সম্পাদক নির্বাচিত হন মো. লুৎফুর রহমান খান।

 

সভায় কুলাউড়া উপজেলা জামায়াত ও ছাত্র শিবিরের দায়িত্বশীলগণ এবং টিলাগাঁও ইউনিয়ন জামায়াত ও ছাত্র শিবিরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

ছবিঃ- টিলাগাঁও ইউনিয়ন জামায়াতের আমীর ও সেক্রেটারি।

 

Ad