টিলাগাঁওয়ে ব্যাংক এশিয়া আউটলেটের উদ্বোধন।

প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২২

টিলাগাঁওয়ে ব্যাংক এশিয়া আউটলেটের উদ্বোধন।
booked.net

আব্দুল কুদ্দুসঃ- কুলাউড়া উপজেলার  টিলাগাঁওয়ে ব্যাংক এশিয়া আউটলেট শাখা উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৭ মার্চ) বিকাল ৪টায় এর উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ৫নং ওয়ার্ডের সাবেক মেম্বার দেওয়ান মো. চান্দ আলীর সভাপতিত্বে ও আল আমিনের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন মাও. হুসাইন আহমদ বেগ।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ ডাক বিভাগ সিলেট ডিভিশনের সুপার মলয় কান্তি সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডাক বিভাগের পোষ্টাল  পরিদর্শক (ক্যাশ) লিপ্টন রঞ্জন রায় তালুকদার, ব্যাংক এশিয়া মৌলভীবাজার শাখার অপারেশন ম্যানেজার বেলাল হোসেন, টিলাগাঁও সাব পোষ্ট অফিসের এসও সেলিনা আক্তার, ব্যাংক এশিয়া মৌলভীবাজার শাখার  রিলেশন অফিসার হুমায়ুন আহমদ, টিম লিডার মঈনুদ্দিন আহমদ ও রিলেশন অফিসার নাঈমুর রহমান, প্রমুখ।

সভা শেষে  ফিতা কেটে অতিথিবৃন্দ ব্যাংক এশিয়া আউটলেট শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad