জেলা পরিষদ নির্বাচন। কুলাউড়ায় সদস্য পদে বদরুল আলম নির্বাচিত।

প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২২

জেলা পরিষদ নির্বাচন। কুলাউড়ায় সদস্য পদে বদরুল আলম নির্বাচিত।
booked.net

Manual2 Ad Code
আব্দুল কুদ্দুসঃ- জেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজার জেলার ৩নং ওয়ার্ডে (কুলাউড়া উপজেলা) সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন উপজেলার ভাটেরা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো. বদরুল আলম। হাতি প্রতীকে ৮৫ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন।
ওই ওয়ার্ডে সদস্য পদে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে নিকটতম প্রতিদ্বন্দ্বি সাবেক পৌর কাউন্সিলর ইকবাল আহমদ শামীম ৩৬ ভোট পেয়েছেন। অপর প্রার্থী মাহবুবুর রহমান মান্না ৩৫ ভোট, সেলিম আহমদ ২৫ ও সৈয়দ আশফাক হোসেন তানভীর পেয়েছেন ২ ভোট।
আজ সোমবার কুলাউড়া নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রিসাইডিং অফিসার মো. মুহিব উল্লাহ জানান, ওই কেন্দ্রে ১৮৫ জন ভোটারের মধ্যে ১৮৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
তাছাড়া সংরক্ষিত আসনে কুলাউড়ার শিরিন আক্তার চৌধুরী মুন্নী মাইক প্রতীকে ১৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

Ad

Follow for More!