চীনে ভয়াবহ রুপ ধারণ করেছে করোনা ভাইরাস।একদিনে আক্রান্ত ৩ কোটি ৭০ লাখ।

প্রকাশিত: ৫:৫০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২২

চীনে ভয়াবহ রুপ ধারণ করেছে করোনা ভাইরাস।একদিনে আক্রান্ত ৩ কোটি ৭০ লাখ।
booked.net

অনলাইন ডেস্কঃ- চীনে আবারও ভয়াবহ রুপ ধারণ করেছে করোনা ভাইরাস পরিস্থিতি।দেশটিতে এই সপ্তাহে প্রতিদিন অন্তত ৩ কোটি ৭০ লাখ মানুষ করোনাভাইরাসে সংক্রমিত হচ্ছেন। চীনের ন্যাশনাল হেলথ কমিশনের এক বৈঠক থেকে প্রকাশিত তথ্যের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার (২১ ডিসেম্বর) চীনের ন্যাশনাল হেলথ কমিশনের একটি অভ্যন্তরীণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকের কার্যতালিকায় লিপিবদ্ধ তথ্য থেকে ব্লুমবার্গ এ তথ্য জানতে পেরেছে।

প্রতিবেদনে বলা হয়, ডিসেম্বরের প্রথম ২০ দিনেই চীনের মোট জনসংখ্যার ১৮% অর্থাৎ ২৪ কোটি ৮০ লাখ মানুষ সরাসরি করোনাভাইরাসের সংস্পর্শে এসেছে।

চীন সরকার গৃহীত শূন্য কোভিড নীতি দেশটির জনগণের চাপের মুখে প্রত্যাহার করার পর থেকেই দেশটিতে করোনা ভাইরাসের সংক্রমণ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। মৃত্যুও হচ্ছে। এ অবস্থার মধ্যেই দুঃসংবাদ দিয়েছেন মহামারি বিশেষজ্ঞ এবং স্বাস্থ্য অর্থনীতিবিদ এরিক ফিল-ডিং। তিনি শঙ্কা প্রকাশ করেছেন, বর্তমান অবস্থা চলতে থাকলে আগামী ৯০ দিনের মধ্যে চীনের জনসংখ্যার ৬০% অর্থাৎ প্রায় ৮৫ কোটি মানুষ এ ভাইরাসে আক্রান্ত হতে পারে।

ছবিঃ- ইন্টারনেট।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad