চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেলেন রাউৎগাঁওয়ের তাবাসসুম।

প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২২

চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেলেন রাউৎগাঁওয়ের তাবাসসুম।
booked.net
Manual5 Ad Code

 

আব্দুল কুদ্দুসঃ- এবারের ২০২১-২২ সেশনের মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় সিলেট ওসমানী
মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন তাবাসসুম রহমান। তিনি ভর্তি পরীক্ষায় মোট ২৭৮ নম্বর পেয়েছেন। তাবাসসুম রহমানের গ্রামের বাড়ি কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নে।

তাবাসসুম রাউৎগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ২০১৯ সালে জিপিএ-৫ পেয়ে এসএসসি এবং ২০২১ সালে সিলেট সরকারি কলেজ থেকে এইচএসসি
পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সহিত উত্তীর্ণ হন। তিনি প্রাথমিক শিক্ষা শুরু করেন রাউৎগাঁও ইউনিয়নের পালগ্রাম সুন্নত কুসুম সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। তাঁর পিতা মাও. মো. হাবিবুর রহমান টিলাগাঁও আজিজুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বর্তমানে সিনিয়র সহকারি শিক্ষকের দায়িত্ব পালন করছেন এবং মাতা হোছনা বেগম একজন গৃহিনী।

Manual5 Ad Code

তাবাসসুম রহমান ২০১৬ সালে জেএসসিতে ট্যালেন্টপুল বৃত্তি পেয়ে সাফল্যের সাথে উত্তীর্ণ হন। ২০১৯ সালে এসএসসি এবং ২০২১ সালে এইচএসসিতেও তিনি সাধারণ মেধাবৃত্তি অর্জন
করেন। এক প্রতিক্রিয়ায় তাবাসসুম রহমান জানান- ‘পড়াশোনায় বেশি মনযোগ দিয়েছি। ভালো ফলাফল অর্জনে গাইডের চেয়ে মূল বই গুরুত্বপূর্ণ। এগুলো বেশি করে পড়তে হবে। আল্লাহর অশেষ রহমত, বাবা-মায়ের দোয়া এবং শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমে এত দূর আসতে পেরেছি’। তিনি বলেন- ‘চট্টগ্রাম মেডিকেলে চান্স পাওয়ায় মা-বাবা, আত্মীয়-স্বজন সবাই খুশি। ভবিষ্যতে ভালো ডাক্তারের পাশাপাশি ভালো মানুষ হতে চাই এবং এলাকার মানুষের সেবা করতে চাই।’ তাছাড়া  তাবাসসুম সকলের দোয়া কামনা করেছেন।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!