গাজায় ইসরায়েলি বিমান হামলায় ৫ সাংবাদিক নিহত।

প্রকাশিত: ৫:২২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় ৫ সাংবাদিক নিহত।
booked.net

আন্তর্জাতিক ডেস্ক:- ফিলিস্তিনের গাজা উপত্যকার মধ্যাঞ্চলে একটি হাসপাতালের পাশে ইসরায়েলের বিমান হামলায় পাঁচজন সাংবাদিক নিহত হয়েছেন। খবর আল-জাজিরার।

 

এই পাঁচ সাংবাদিক ফিলিস্তিনের আল–কুদস টুডে চ্যানেলে কাজ করতেন। নুসেইরাত শরণার্থী শিবিরের কাছে অবস্থিত আল–আওদা হাসপাতালে এক অনুষ্ঠানের খবর সংগ্রহে গিয়েছিলেন তারা। এ সময় তাদের সম্প্রচার গাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে আল–জাজিরার সংবাদদাতা আনাস আল-শরিফ এ তথ্য জানান। হামলার সময়ের একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, পাঁচ সাংবাদিককে বহনকারী গাড়িটিতে আগুন জ্বলছে। সাদা রঙের গাড়িতে লাল হরফে বড় করে ‘প্রেস’ (সংবাদমাধ্যম) লেখা।

 

নিহত সাংবাদিকেরা হলেন, ফাদি হাসুউনা, ইব্রাহিম আল শেখ আলী, মোহাম্মদ আল লাদাহ, ফয়সাল আবু আল কুমসান ও আয়মান আল জাদি।

 

আল জাজিরার আনাস আল শরিফ জানান, নিহত আয়মান আল জাদির স্ত্রী আল আওদা হাসপাতালে তাদের প্রথম সন্তানের জন্ম দিয়েছেন। তিনি স্ত্রী সন্তানের জন্য হাসপাতালের সামনে অপেক্ষায় ছিলেন।

 

হামলায় পাঁচ সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

গত বছরের ৭ অক্টোবর গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। এর পর থেকে সেখানে অন্তত ১৪১ জন সাংবাদিক ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন নিউইয়র্কভিত্তিক কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad