গাজায় অ্যাম্বুলেন্সে ইসরায়েলের হামলা। নিহত ১৫।

প্রকাশিত: ৭:০৩ পূর্বাহ্ণ, নভেম্বর ৪, ২০২৩

গাজায় অ্যাম্বুলেন্সে ইসরায়েলের হামলা। নিহত ১৫।
booked.net

আন্তর্জাতিক ডেস্কঃ- গাজা উপত্যকায় এবার আল-শিফা নামে একটি হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সে হামলা করেছে ইসরায়েলি বাহিনী। এতে ঘটনাস্থলে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ জন। শুক্রবার (৩ নভেম্বর) এমন ঘটনার কথা জানিয়েছে আল জাজিরা।

এদিকে গাজায় অ্যাম্বুলেন্সে হামলার বিষয়টি স্বীকার করেছে ইসরায়েল। হামাসের সদস্যরা অ্যাম্বুলেন্সটি ব্যবহার করছিলেন বলে দাবি করছে তারা। মুলত এজন্যই হামলা চালানো হয়। তবে, ইসরায়েলের এমন অভিযোগ মিথ্যা বলে দাবি করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল–কুদরা এক সংবাদ সম্মেলনে বলেন, প্রথম হামলাটি হয়েছে গাজা সিটিতে। এতে অ্যাম্বুলেন্সের চালক ও একজন স্বাস্থ্যকর্মী গুরুতর আহত হয়েছেন। কিন্তু অ্যাম্বুলেন্স বহরে পরের হামলাটি হয়েছে গাজা সিটির আল–শিফা হাসপাতাল প্রাঙ্গণে। সেখানে ১৫ জন নিহত ও আহত হয়েছেন ১৬ জন।

এর আগে গত ১৭ অক্টোবর আল-আহলিল আরব নামে একটি হাসপাতালে ভয়াবহ হামলা চালিয়েছিল ইসরাইল। ওই হামলায় একসঙ্গে ৫০০ শতাধিক মানুষের মৃত্যু হয় বলে জানিয়েছিল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

অপরদিকে দেশটির কর্মকর্তা জানিয়েছেন, এদিন পৃথক আরেকটি হামলায় গাজা উপকূলীয় সড়ক ধরে দক্ষিণে পালিয়ে যাওয়ার সময় শিশু সহ অন্তত ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাস-ইসরায়েল সংঘাতে এখন পর্যন্ত গাজায় ৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad