ক্যান্সারে আক্রান্ত তরুণ ক্রিকেটার মঈন উদ্দিন এর জানাজা ও দাফন সম্পন্ন।

প্রকাশিত: ৮:১৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২২

ক্যান্সারে আক্রান্ত তরুণ ক্রিকেটার মঈন উদ্দিন এর জানাজা ও দাফন সম্পন্ন।
booked.net

স্টাফ রিপোর্টঃ- কমলগঞ্জের তরুণ ক্রিকেটার ক্যান্সারে আক্রান্ত শেখ মঈন উদ্দিন (২৫) এর জানাজার নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৫.১৫ মিনিটের সময় তার বাড়ীর পাশের বড়চেগ প্রাথমিক স্কুল মাঠের জানাজায় বিপুল সংখ্যক মানুষ এতে অংশ নেন।

জানা যায়, ঐদিন সকাল ৯টায় মৌলভীবাজার পাসপোর্ট অফিসে ফিঙ্গার দিতে গেলে সেখানে মৃত্যু হয় মঈন উদ্দিনের। সে শমশেরনগর ইউনিয়নের বড়চেগ এলাকার আব্দুস সোবহান এর ছেলে।

শেখ মঈন উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) কুলাউড়া উপজেলার সভাপতি মাসুদ হোসেন,সিনিয়র সহ সভাপতি রবিউল আউয়াল মিন্টু, সহ সভাপতি মোকাম্মেল আলী সাহেদ, সাধারণ সম্পাদক মোসাদ্দেক আহমেদ নোমান,অতিরিক্ত সাধারণ সম্পাদক আহমেদ জনি, কোয়াব এর সাংগঠনিক সম্পাদক কাওসার আহমেদ বাবুল, কোষাধক্ষ্য ফারহান আহমেদ, ক্রীড়া সম্পাদক নাহিদ হোসেন, সদস্য আহমেদ তোফায়েল। এক শোক বার্তায় তাঁরা বলেন, মঈন উদ্দিন একজন ভালো মানের তরুণ ক্রিকেটার ছিল। তাঁর অভাব অপূরণীয়। তাছাড়া তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

উল্লেখ্য যে, গত দুই বছর আগে ক্রিকেট খেলা অবস্থায় তরুণ ক্রিকেটার শেখ মঈন উদ্দিন এর হাতের কাঁধে ব্যাথা শুরু হয়। এরপর তার পিঠে ও মাথায় টিউমার ধরা পড়ে। সিলেট ও ঢাকায় তাঁর শরীরে দুইবার টিউমার অপারেশন হয়। গত এক সপ্তাহ আগে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তার ক্যান্সার ধরা পরে। সেখানের চিকিৎসকেরা তাকে ভারতে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন।

বিপিএ’র শোক প্রকাশঃ-তরুণ ক্রিকেটার শেখ মঈন উদ্দিন এর মৃত্যুতে শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন- ব্যাডমিন্টন প্লেয়ার্স এসোসিয়েশন (বিপিএ) কুলাউড়ার প্রধান উপদেষ্টা ও মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপদেষ্টা যথাক্রমে -আকবর আলী, আব্দুল মতিন, নাজমুল হোসেন, বিপিএ’র সভাপতি ও পৌর কাউন্সিলর সাইফুর রশীদ সুমন, বিপিএ’র সাবেক সভাপতি ও পৌর কাউন্সিলর আতাউর রহমান চৌধুরী ছোহেল, সাবেক সভাপতি জামান আহমেদ, সাইফুর রহমান, সহ সভাপতি শফিকুর রহমান খান শাফি, সহ সভাপতি আব্দুল কাইয়ুম মিন্টু, সাধারন সম্পাদক নুরুল ইসলাম ইমন, যুগ্ন সম্পাদক খন্দকার সাইফুর রহমান আফজল, বিপিএ’র সাবেক সাধারণ সম্পাদক শেখ সুমন, আমিনুল ইসলাম রিয়াদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আবেদ মিয়া, কোষাধ্যক্ষ হামাদান মুক্তা,প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ আল মামুন তারেক জয়, নুরুল হুদা, সুবল চন্দ্র দাস,অনিক রহমান, রাহিম আহমেদ মান্না, মনসুর আহমেদ, জাহিদ হাসান, অলি হোসেন, শামিম আহমদ, আল আমিন, প্রমুখ।

Ad