কুলাউড়ায় দেড় মাস ধরে নিখোঁজ বীর মুক্তিযোদ্ধা সিতারাম ভর।

প্রকাশিত: ৭:৩১ পূর্বাহ্ণ, মার্চ ১, ২০২২

কুলাউড়ায় দেড় মাস ধরে নিখোঁজ বীর মুক্তিযোদ্ধা সিতারাম ভর।
booked.net
Manual2 Ad Code

নিজস্ব সংবাদ দাতাঃ-  কুলাউড়ায় দেড় মাস থেকে সিতারাম ভর নামে এক বীর মুক্তিযোদ্ধার সন্ধান পাওয়া যাচ্ছে না।

Manual7 Ad Code

উপজেলার চাতলাপুর চা বাগানের পালকি ছড়া থেকে ১৪ জানুয়ারি তিনি নিখোঁজ হয়েছেন। নিখোঁজের ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মুক্তিযোদ্ধা সীতারাম ভরের ভাতিজা শ্রীরাম ভর।

Manual2 Ad Code

জিডিতে শ্রীরাম ভর উল্লেখ করেন, ১৪ জানুয়ারি সকাল ৯টার দিকে বীর মুক্তিযােদ্ধা সীতারাম ভর কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর বেলা গড়িয়ে সন্ধ্যা হলেও তিনি বাড়িতে না আসায় আশপাশের বাড়ি-এলাকায়, আত্মীয়স্বজন ও পরিচিতজনদের বাড়িতে খোঁজ নিয়ে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে গত ১০ ফেব্রুয়ারি কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার এসআই মহসিন তালুকদার  বলেন, বীর মুক্তিযােদ্ধা সীতারাম ভরকে খোঁজতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!