প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২২
স্টাফ রিপোর্টঃ- চলতি বছরের এসএসসি পরীক্ষায় কুলাউড়া উপজেলায় ৩১২ জন জিপিএ-৫ পেয়েছে। সর্বাধিক ৪৯টি জিপিএ-৫ পেয়ে শীর্ষে রয়েছে নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়। ৩৮টি জিপিএ-৫ পেয়ে ২য় স্থানে রয়েছে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়। চমক দেখিয়ে ৩য় স্থানে অবস্থান করে নেয় মফস্বলের প্রতিষ্ঠান কর্মধা উচ্চ বিদ্যালয়। ২০টি জিপিএ-৫ পায় প্রতিষ্ঠানটি। এছাড়া ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন স্কুলের ১৫ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পায়। জালালাবাদ উচ্চ বিদ্যালয় থেকে ১৪ জন ও মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় থেকে ১৩ জন জিপিএ-৫ লাভ করেছে।
কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার জানান, এসএসসিতে ৩৮টি প্রতিষ্ঠান থেকে ৪৫৩৮ জন অংশ নিয়ে ৩৬৩১ জন পাশ করে। পাশের হার ৮০.০১ শতাংশ। জিপিএ-৫ লাভ করে ৩০০ জন। দাখিলে ১৭টি প্রতিষ্ঠান থেকে ৮৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৬১৬ জন পাশ করে। পাশের হার ৭৩.২২ শতাংশ। জিপিএ-৫ পায় ১০ জন। সর্বোচ্চ বাবনিয়া হাসিমপুর নিজামিয়া আলিম মাদ্রাসা থেকে ৫ জন জিপিএ-৫ পায়। এসএসসি (ভোকেশনাল) থেকে ৪টি প্রতিষ্ঠানের ৩০৩ জন অংশ নেয়। তন্মধ্যে ২৬৯ জন পাশ করে। পাশের হার ৮৮.০৮ শতাংশ। জিপিএ-৫ পায় ২ জন।
ছবিঃ-এসএসসি ব্যাচ-২০২২,নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়।
Published From
Positive International Inc,
73-16, Roosevelt Ave Floor 2, Jackson Heights, New York 11372.
Email : voiceofkulaura2@gmail.com
Chief Editor : Shafiq Chowdhury
Editor : Abdul Quayyum
Managing Editor : Nurul Islam Emon
Design and developed by positiveit.us