কুলাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে ৯ জনের মনোনয়ন পত্র দাখিল।

প্রকাশিত: ৭:৩৫ পূর্বাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৪

কুলাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে ৯ জনের মনোনয়ন পত্র দাখিল।
booked.net

এইচডি রুবেল:-আসন্ন কুলাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন সহ মোট ৯ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আবুল বাসার এর দেওয়া তথ্য অনুযায়ী কুলাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে আজ দুপুর ১২ টা পর্যন্ত এই ৯ জনের মনোনয়ন পত্র দাখিল করা হয়েছে বলে জানা যায়।

চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আ.স.ম কামরুল ইসলাম এবং উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ফজলুল হক খান সাহেদ।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন কুলাউড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মইনুল ইসলাম, পূরং উরাং, রাজকুমার কালোয়ার ও
মোঃ সাইফুল ইসলাম কুতুব।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নারীনেত্রী নেহার বেগম।

Ad