কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় মুয়াজ্জিন নিহত।

প্রকাশিত: ১১:৩৮ পূর্বাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৫

কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় মুয়াজ্জিন নিহত।
booked.net

Manual8 Ad Code

স্টাফ রিপোর্ট:- কুলাউড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক মসজিদের মুয়াজ্জিন নিহত হয়েছেন। তার নাম আবুল কালাম আজাদ (২৮)। তিনি কুলাউড়া পৌরসভার জয়পাশা গ্রামের আব্দুল কাদিরের ছেলে এবং ব্রাহ্মণ বাজারের বায়তুল মামুর জামে মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্বে ছিলেন।

 

Manual8 Ad Code

রবিবার (১৩ এপ্রিল) সকাল ১১টায় পৌর শহরের ফায়ার সার্ভিস অফিসের সামনে এ ঘটনা ঘটে। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, বেলা ১১টার দিকে বালুভর্তি একটি ট্রাক শহরের দক্ষিণ বাজারের দিকে যাচ্ছিলো।তখন ফায়ার স্টেশনের সামনে ট্রাকটি কে ওভারটেক করতে গিয়ে উল্টোদিক থেকে আসা অন্য একটি মোটর সাইকেলের সঙ্গে ধাক্কা লেগে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হন আজাদ। ফায়ার সার্ভিসের কর্মীরা মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পর ট্রাক সহ চালক আটক করা হয়েছে।

Manual6 Ad Code

 

ছবি-  মুয়াজ্জিন আবুল কালাম আজাদ।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!