কুলাউড়ায় বিএনপি ও ছাত্রদলের ৪ শীর্ষ নেতার পদ ৩ মাস স্থগিত!

প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৫

কুলাউড়ায় বিএনপি ও ছাত্রদলের ৪ শীর্ষ নেতার পদ ৩ মাস স্থগিত!
booked.net

Manual7 Ad Code

আব্দুল কুদ্দুস:- কুলাউড়ায় বিএনপি ও ছাত্রদলের ৪ নেতার সাংগঠনিক পদ আগামী ৩ মাসের জন্য স্থগিত করা হয়েছে। কেন্দ্রিয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

 

Manual2 Ad Code

প্রসঙ্গত, গত ৩ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারাদেশে বিএনপি ২৩৭ আসনে তাদের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করে। মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে শওকতুল ইসলাম শকুকে প্রার্থী ঘোষণার পর দলীয় নির্দেশনা উপেক্ষা করে বিএনপির পক্ষে রাতে আনন্দ মিছিল বের করা হয়। দলীয় নির্দেশ অমান্য করে আনন্দ মিছিল বের করায় উপজেলা বিএনপির শীর্ষ ৩ নেতা ও পৌর ছাত্রদলের ১ নেতার সাংগঠনিক পদ আগামী ৩ মাসের জন্য স্থগিত করা হয়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়েছে।

Manual4 Ad Code

 

৪ নভেম্বর ইস্যুকৃত একপত্রে স্থগিতের কথা উল্লেখ করা হয়। দলীয় পদ স্থগিত হওয়া নেতারা হলেন- কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোক্তাদির মনু ও পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিকুল ইসলাম আতিক।

Manual1 Ad Code

 

তবে উপজেলা বিএনপি এবং জেলা বিএনপির নেতারা এই প্রেস বিজ্ঞপ্তিকে জাল বলে অবহিত করেছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে চলছে তোলপাড়।
মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন জানান, এ ধরনের খবর আমি জানি না। কেন্দ্র যদি এমন সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে জেলা কমিটিকে অবহিত করতো। বিষয়টি আমার জানা নেই।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!