কুলাউড়ায় পুঞ্জির গাছ কাটার পায়তারা বন্ধের দাবিতে নাগরিক সমাবেশ।

প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৩

কুলাউড়ায় পুঞ্জির গাছ কাটার পায়তারা বন্ধের দাবিতে নাগরিক সমাবেশ।
booked.net

আব্দুল কুদ্দুসঃ- কুলাউড়ার ঝিমাই খাসিয়া পুঞ্জির প্রাকৃতিক গাছ কাটার পায়তারা বন্ধের দাবিতে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আদিবাসী পরিবেশ রক্ষা আন্দোলন এই সমাবেশের আয়োজন করে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় কুলাউড়া বঙ্গবন্ধু উদ্যানে অনুষ্ঠিত এই নাগরিক সমাবেশে সভাপতিত্ব করেন কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি প্রত্যুষ আসাক্রা।

হেলেনা তালাং, মনিকা খংলা ও হেজলা রেমার যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রথম আলো উত্তর আমেরিকা সম্পাদক ইব্রাহিম চৌধুরী খোকন, শাবিপ্রবির সাবেক রেজিস্ট্রার জামিল আহমদ চৌধুরী, মৌলভীবাজার জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি খন্দকার লুৎফুর রহমান, বাপা জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল করিম কিম, শাবিপ্রবি’র সহকারী অধ্যাপক মাওলানা মো. এমদাদুল হক, বেলা সিলেট বিভাগীয় সমন্বয়কারী অ্যাড. শাহ শাহেদা, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, যুগ্ম সাধারণ সম্পাদক গৌরা দে, মৌলভীবাজার জেলা জাসদের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম,সিলেট আদিবাসী অধিকার সুরক্ষা নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাড. আবুল হাসান, ব্লাস্ট সিলেটের সত্যজিৎ কুমার দাস, বাপা মৌলভীবাজার জেলা কমিটির সদস্য সচিব শিবপ্রসন্ন ভট্টাচার্য, কুলাউড়া উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক নির্মাল্য মিত্র সুমন, আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি অলিক মৃ, বৃহত্তর সিলেট ত্রিপুরা উন্নয়ন পরিষদের সভাপতি জনক দেববর্মা ও খাসি স্টুডেন্ট ইউনিয়ন সিলেট শাখার সভাপতি এলিজ্যাক তাংসং।

শুভেচ্ছা বক্তব্য রাখেন- বাপা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ফাদার যোসেফ গোমেজ ওএমআই। বক্তব্য রাখেন কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক ফ্লোরা বাবলী তালাং ও ঝিমাই পুঞ্জির মন্ত্রী রানা সুরং।

সমাবেশে বক্তারা বলেন, ঝিমাই চা বাগান কতৃপক্ষ সরকারের কাছ থেকে লিজ নেওয়া ভূমি পুনরায় সাব লিজ দিচ্ছে। লিজকৃত ভূমি সাব লিজ দিলে লিজ থাকেনা। বক্তারা বলেন, উন্নয়নের নামে পুঞ্জির প্রাকৃতিক গাছ কেটে ধ্বংস করা হচ্ছে। আদিবাসীরা চা শিল্প উন্নয়নে বিরোধী নয়। তবে বাগান সম্প্রসারণ কিংবা উন্নয়নের নামে পরিবেশ তথা জনজীবন বিপন্ন করাকে কোনভাবে বরদাস্ত করবে না।

বক্তারা আন্দোলনকারীদের ১২ দফা দাবির প্রতি একাত্মতা পোষন করে বলেন, প্রান্তিক জনগোষ্ঠীকে বাদ দিয়ে রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়। তারা অবিলম্বে পুঞ্জির প্রাকৃতিক গাছ কাটার পায়তারা বন্ধ করে পুঞ্জিবাসীর যাতায়াতে সকল বাধা অপসারণের দাবি জানান।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad