কুলাউড়ায় ছোট ভাইকে লুকিয়ে রাখার ঘটনায় বড় ভাই শ্রীঘরে।

প্রকাশিত: ৭:৫১ পূর্বাহ্ণ, এপ্রিল ৫, ২০২৩

কুলাউড়ায় ছোট ভাইকে লুকিয়ে রাখার ঘটনায় বড় ভাই শ্রীঘরে।
booked.net

Manual3 Ad Code

নিজস্ব প্রতিনিধিঃ- প্রতিপক্ষকে ফাঁসাতে ছোট ভাইকে লুকিয়ে রেখে থানায় জিডি করেন বড় ভাই। জিডিতে বড় ভাই উল্লেখ করেন তার ছোট ভাই নিখোঁজ হয়েছে। জিডির সূত্র ধরেই অনুসন্ধানে নামে থানা পুলিশ। পরে পুলিশ লুকিয়ে রাখা ছোট ভাইকে উদ্ধার এবং এ ঘটনায় জড়িত বড় ভাইকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে।

Manual3 Ad Code

কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের একরামনগর গ্রামের দুলু পালের ছেলে বিজিত পাল তার আপন ছোট ভাই পলাশ পাল’কে (১২) লুকিয়ে রাখেন। কারণ হিসেবে তার প্রতিপক্ষ কে ফাঁসাতে এমন ঘটনা তিনি ঘটিয়েছেন বলে জানা গেছে।

১১ মার্চ সন্ধ্যা ৭টায় আলীনগর উসমানপুর থেকে পলাশ পাল নিখোঁজ হয়েছে মর্মে গত ১২ মার্চ কুলাউড়া থানায় একটি জিডি (নং ৫৫১) করেন বিজিত পাল। জিডির সূত্র ধরেই অনুসন্ধানে নামে কুলাউড়া থানা পুলিশ। পুলিশের সন্দেহ বড় ভাই বিজিত পাল ওই ঘটনার সাথে জড়িত থাকতে পারে। একপর্যায়ে গত ১৮ মার্চ দুপুর দেড়টায় থানার এসআই আনোয়ার হোসেন কুলাউড়া উত্তর বাজার থেকে পলাশ পালকে উদ্ধার এবং বড় ভাই বিজিত পাল’কে (৩৪) আটক করে থানায় নিয়ে আসেন।

এই ঘটনায় বিজিত পাল কে ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ।

Manual8 Ad Code

ফটো- আটক বিজিত পাল।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!