প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, মে ১২, ২০২৪
শুন্য সুমন:- আজ সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের ফল প্রকাশিত হয়েছে। কুলাউড়া উপজেলায় চলতি বছরে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ফলাফলে সর্বোচ্চ জিপিএ-৫ অর্জন করে শীর্ষে রয়েছে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের মেয়েরা। তাছাড়া আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজ দ্বিতীয় এবং নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, রাউৎগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজ তৃতীয় হয়েছে।
অপরদিকে ৬টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয় ভোকেশনালে জিপিএ-৫ পেয়েছে ১ জন ও দাখিলে ভাটেরা মদিনাতুল উলুম সাইফুল -তাহমিনা আলিম মাদ্রাসা জিপিএ-৫ পেয়েছে ৩ জন। একমাত্র ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন স্কুল শত ভাগ সাফল্য অর্জন করেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান জানান, এসএসসি পরীক্ষার ফলাফলে উপজেলার ৩৮টি প্রতিষ্ঠানের ৪০৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে ২৯৩৬ জন উত্তীর্ণ হয়েছে। এরমধ্যে ২৩টি প্রতিষ্ঠানের ২০৪ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়ে সাফল্য অর্জন করেছে যার পাশের হার ৭১.৮১ শতাংশ। এ ছাড়া এসএসসি ভোকেশনাল ৬টি প্রতিষ্ঠানের ৪১৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৭৫ জন উত্তীর্ণ হয়েছে। এরমধ্যে ১টি প্রতিষ্ঠানের ১ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়ে সাফল্য অর্জন করেছে যার পাশের হার ৯০.৫৮ শতাংশ। অপরদিকে দাখিলে ১৭টি প্রতিষ্ঠানের ৯১০ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৭২ জন উত্তীর্ণ হয়েছে। এরমধ্যে ১টি প্রতিষ্ঠানের ৩ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়ে সাফল্য অর্জন করেছে যার পাশের হার ৭৩.৮৫ শতাংশ।
স্কুলওয়ারী ফলাফল:- নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১৭টি জিপিএ-৫ সহ ১৫৯ জন, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৬৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৩২টি জিপিএ-৫ সহ ১৩৪ জন, আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ১৯৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ২৭টি জিপিএ-৫ সহ ১৭৭ জন, রাউৎগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ১৩৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১৭টি জিপিএ-৫ সহ ১২১ জন, কর্মধা উচ্চ বিদ্যালয় থেকে ৭১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১০টি জিপিএ-৫ সহ ৬৮ জন, ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশ স্কুল থেকে ১৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১০টি জিপিএ-৫ সহ ১৭ জন, জালালাবাদ উচ্চ বিদ্যালয় থেকে ২১৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৪টি জিপিএ-৫ সহ ১৬২ জন, মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় থেকে ১১৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১১টি জিপিএ-৫ সহ ১০২ জন, হিংগাজিয়া উচ্চ বিদ্যালয় থেকে ১৫৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৪টি জিপিএ-৫ সহ ১১৪ জন, ইউসুফ তৈয়বুন বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৬৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১০টি জিপিএ-৫ সহ ৫৬ জন, ভূকশিমইল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ থেকে ১৬৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১৪টি জিপিএ-৫ সহ ১১৬ জন, নয়াবাজার কে.সি উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ১৮৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৩টি জিপিএ-৫ সহ ৯২ জন, শ্রীপুর উচ্চ বিদ্যালয় থেকে ১০৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ২টি জিপিএ-৫ সহ ৮৩ জন, উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয় থেকে ১০৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১টি জিপিএ-৫ সহ ৬৬ জন, লংলা মাধ্যমিক বিদ্যালয় থেকে ৮০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৫১ জন উত্তীর্ণ, ছকাপন উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ১০৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৯টি জিপিএ-৫ সহ ৭৫ জন, শাহ সুন্দর উচ্চ বিদ্যালয় থেকে ৯৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১টি জিপিএ-৫ সহ ৫২ জন, ভাটেরা স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৬৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১টি জিপিএ-৫ সহ ৯০ জন, সিংগুর উচ্চ বিদ্যালয় থেকে ১১৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১৪টি জিপিএ-৫ সহ ৯৭ জন, টিলাগাঁও এ.এন উচ্চ বিদ্যালয় থেকে ১২০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৮৩ জন উত্তীর্ণ, বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ৮৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৫টি জিপিএ-৫ সহ ৭০ জন, কানিহাটি উচ্চ বিদ্যালয় থেকে ২২৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৩টি জিপিএ-৫ সহ ১৩৮ জন, হাজীপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৪৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ২৮ জন উত্তীর্ণ, লক্ষ্মীপুর মিশন উচ্চ বিদ্যালয় থেকে ৪৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ২৯ জন উত্তীর্ণ, দিলদারপুর উচ্চ বিদ্যালয় থেকে ১২৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৮১ জন, রাজনগর উচ্চ বিদ্যালয় থেকে ১০৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১টি জিপিএ-৫ সহ ৫৯ জন, বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ২২৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১৪১ জন উত্তীর্ণ, অগ্রণী উচ্চ বিদ্যালয় থেকে ৭৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৩টি জিপিএ-৫ সহ ৬০ জন, সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে ৯৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৬৪ জন উত্তীর্ণ, হায়দরগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে ৬১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৫৫ জন, গজভাগ আহমদ আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ৬৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৫০ জন, মাস্টার সরাফত আলী উচ্চ বিদ্যালয় থেকে ৫৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৫টি জিপিএ-৫ সহ ৫০ জন, শাহজালাল উচ্চ বিদ্যালয় থেকে ৫৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৪৯ জন, নবীগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ৫০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ২৬ জন, পৌর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৩৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ২২ জন, সুলতানপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১১৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৯১ জন, মনোহরপুর উচ্চ বিদ্যালয় থেকে ১৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৬ জন ও সাধনপুর উচ্চ বিদ্যালয় থেকে ৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ২ জন উত্তীর্ণ হয়েছে।
ছবি:- সর্বোচ্চ জিপিএ-৫ অর্জনকারী কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
Published From
Positive International Inc,
73-16, Roosevelt Ave Floor 2, Jackson Heights, New York 11372.
Email : voiceofkulaura2@gmail.com
Chief Editor : Shafiq Chowdhury
Editor : Abdul Quayyum
Managing Editor : Nurul Islam Emon
Design and developed by positiveit.us