কুলাউড়ায় আওয়ামী লীগ নেতা শামীম ও ইয়াদ উল্লাহ গ্রেপ্তার।

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২৪

কুলাউড়ায় আওয়ামী লীগ নেতা শামীম ও ইয়াদ উল্লাহ গ্রেপ্তার।
booked.net

স্টাফ রিপোর্ট:- কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক আব্দুল হাই শামীম ও ভূকশিমইল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াদ উল্লাহ (৫৫) কে গ্রেপ্তার করেছে কুলাউড়া থানা পুলিশ।

২৭ ডিসেম্বর বিকেলে শামীম’কে ব্রাহ্মণবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। শামীম ব্রাহ্মণবাজার ইউনিয়নের মনোহরপুর গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য মরহুম আব্দুল বারীর পুত্র। তার বিরুদ্ধে সরকার বিরোধী কার্যক্রমের অভিযোগ রয়েছে।

 

অপর দিকে,ওইদিন রাতে ভূকশিমইল ইউনিয়নের সাদিপুর এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ভূকশিমইল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াদ উল্লাহ(৫৫) কে গ্রেপ্তার করা হয়। ইয়াদ উল্লাহর বিরুদ্ধে থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় মামলা রয়েছে বলে জানা যায়।

 

শামীম ও ইয়াদ উল্লাহ কে গ্রেপ্তার শেষে ২৮ ডিসেম্বর সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

ছবিঃ-  পুলিশের হাতে আটক আওয়ামী লীগ নেতা শামীম ও ইয়াদ উল্লাহ।

 

 

Ad