প্রকাশিত: ১২:০৯ অপরাহ্ণ, জুন ৭, ২০২৩
নিজস্ব প্রতিনিধিঃ- কুলাউড়ায় বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ও অবৈধ অনুপ্রবেশকারী সহ ১৫ জন কে গ্রেপ্তার করেছে পুলিশ ও বিজিবি। বুধবার (৭ জুন) দুপুরে গ্রেপ্তারের পর তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। পুলিশ জানায়, উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক ৬ আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- সুমন আহমদ, মো. কামরুল ইসলাম, শামীম মিয়া, জেবুল মিয়া, মো. ময়নুল ইসলাম ও সুমন আহমদ। এদের সবার বাড়ি কুলাউড়া উপজেলার বিভিন্ন এলাকায়। অপরদিকে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে কর্মধা ইউনিয়ন থেকে ৮ অনুপ্রবেশকারী কে গ্রেপ্তার করে বিজিবি। গ্রেপ্তারকৃতরা হলো- মো. আনারুল, মো. আলম মণ্ডল, মো. মামুন, মো. খোরশেদ, মো. জনি, মো. আমদাদ, মো. পালো মালিথা, মো. মনির মুন্সি। এদের সবার বাড়ি কুষ্টিয়া ও বাগেরহাট থানার বিভিন্ন এলাকায়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Published From
Positive International Inc,
73-16, Roosevelt Ave Floor 2, Jackson Heights, New York 11372.
Email : voiceofkulaura2@gmail.com
Chief Editor : Shafiq Chowdhury
Editor : Abdul Quayyum
Managing Editor : Nurul Islam Emon
Design and developed by positiveit.us