কাদিপুরে সংঘবদ্ধ গাড়ি চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার।

প্রকাশিত: ১০:৩৭ পূর্বাহ্ণ, এপ্রিল ২৩, ২০২২

কাদিপুরে সংঘবদ্ধ গাড়ি চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার।
booked.net
Manual2 Ad Code

নিজস্ব সংবাদ দাতাঃ- কুলাউড়া থানা পুলিশের অভিযানে সংঘবদ্ধ গাড়ি চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার সহ চোরাইকৃত সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২২ এপ্রিল)  উপজেলার কাদিপুর ইউনিয়নের মনসুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।

Manual5 Ad Code

গ্রেপ্তারকৃতরা হলো- কাদিপুর ইউনিয়নের মনসুর গ্রামের গফুর মিয়ার ছেলে মাকিম মিয়া (৩৮), মধ্য জয়পাশা গ্রামের শেখ রজমুল মিয়ার ছেলে শেখ সাজেদ আহমদ (২৮), জুড়ী থানার বাছিরপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে রুমন মিয়া (২৩) ও সিলেটের গোলাপগঞ্জ থানার মৃত ওয়ারিছ আলীর ছেলে শিবলু মিয়া (৩৫)।

Manual1 Ad Code

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি বিনয় ভূষন রায়ের দিক নির্দেশনায়, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে ও এসআই মো. কামরুল হাসান সঙ্গীয় ফোর্স সহ উপজেলার কাদিপুর ইউনিয়নের মনসুর এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মনসুরের লকুছ মিয়ার কলোনি গেইটের ভিতর থেকে সংঘবদ্ধ গাড়ি চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে একটি নাম্বারবিহীন পুরাতন সিএনজি অটোরিকশা গাড়ি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আজ শনিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!