কাদিপুরে নৌকার প্রার্থী- গিলমান।

প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২১

কাদিপুরে নৌকার প্রার্থী- গিলমান।
booked.net
Manual6 Ad Code

 

স্টাফ রিপোর্টঃ- কুলাউড়া উপজেলার কাদিপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী রদবদল করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮অক্টোবর) বিকেল ৫টায় দলের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড উক্ত ইউনিয়নের সদ্য ঘোষনা দেওয়া অন্য প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা ছালিক আহমদের নাম প্রত্যাহার করে জাফর আহমদ গিলমানকে নৌকার প্রার্থী ঘোষণা করে।

Manual2 Ad Code

জানা যায়, গত মঙ্গলবার বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড কুলাউড়া উপজেলার ১৩টি ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীদের তালিকা প্রকাশ করে। উক্ত তালিকায় কাদিপুর ইউনিয়নে ২০১৬ সালের নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ছালিক আহমদকে মনোনয়ন দেওয়া হয়।

Manual4 Ad Code

কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড ছালিক আহমদকে মনোনয়ন দেওয়ার পর মনোনয়ন বঞ্চিত মৌলভীবাজার জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক জাফর আহমদ গিলমান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি বদরুল ইসলাম বদরের কর্মী- সমর্থক-অনুসারী’র পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

পরবর্তীতে জেলা ও কুলাউড়া উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের হস্তক্ষেপে আজ ছালিক আহমদকে প্রত্যাহার করে কাদিপুরে নৌকার প্রার্থী হিসেবে জাফর আহমদ গিলমানের নাম ঘোষণা করে আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড।

Manual5 Ad Code

এ বিষয়ে জাফর আহমদ গিলমান কাদিপুর ইউনিয়নে তাকে নৌকার মাঝি করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের দায়িত্বপ্রাপ্ত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!