কর্মধা ইউনিয়ন পরিষদের সদস্য মুজিবুল হক হারুন আর নেই। বিকেলে জানাজা।

প্রকাশিত: ৭:৫১ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৩

কর্মধা ইউনিয়ন পরিষদের সদস্য মুজিবুল হক হারুন আর নেই। বিকেলে জানাজা।
booked.net

 

নিজস্ব প্রতিনিধি:- কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য  মুজিবুল হক হারুন আর নেই। মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল প্রায় ৭টায় কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হারুন ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য ছিলেন। এর আগে কর্মধা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি। মৃত্যুকালে স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলে রেখে গেছেন।

পারিবারিক সূত্র জানিয়েছে, সর্বশেষ গতকাল রাতে একটি সামাজিক অনুষ্ঠানেও তিনি যোগদান করেন। আজ বিকেল ৪ টা ৫০ মিনিটে কর্মধা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে লাশ দাফন করা হবে।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম সফি আহমদ সলমান ও পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad