কর্মধায় ৬০২ পিছ ইয়াবা সহ মনু  আটক। হায়দরগঞ্জ বাজারে আনন্দ মিছিল।

প্রকাশিত: ১০:২৪ পূর্বাহ্ণ, আগস্ট ১৬, ২০২২

কর্মধায় ৬০২ পিছ ইয়াবা সহ মনু  আটক। হায়দরগঞ্জ বাজারে আনন্দ মিছিল।
booked.net

আব্দুল কুদ্দুসঃ- কুলাউড়া থানা পুলিশের অভিযানে ৬০২ পিছ ইয়াবা সহ মনু মিয়া (৪৫) নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।  মাদক ব্যবসায়ী মনু কে পুলিশ আটক করায় হায়দরগঞ্জ বাজারের স্থানীয় লোকজন আনন্দ মিছিল করেছে। মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল ১১টায় থানায় সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছেন থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম।

আমিনুল ইসলাম  জানান, সোমবার সন্ধ্যায় উপজেলার সীমান্তবর্তী কর্মধা ইউনিয়নের হায়দরগঞ্জ বাজার এলাকায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে এসআই মো. এনামুল হক সহ একদল পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে কর্মধার টাট্টিউলি গ্রামের বাসিন্দা মৃত নানু মিয়ার ছেলে মনু মিয়াকে হায়দরগঞ্জ বাজারস্থ তার চায়ের দোকান থেকে ৬০২ পিছ ইয়াবা সহ আটক করা হয়।

পুলিশের হাতে আটক মনু মিয়া বলেন, ১২ বছর ধরে স্থানীয় এলাকায় তার একটি চায়ের দোকান রয়েছে। তিনি চা বিক্রি করে সংসার চালান। তবে পুলিশের হাতে ৬০২ পিছ ইয়াবা সহ আটক প্রসঙ্গে সে জানায়, আমি প্রথম ইয়াবা ব্যবসা শুরু করেছি। জুড়ীর ফুলতলা এলাকার একজন ব্যক্তি আমাকে এই ইয়াবা দিয়েছেন বিক্রি করার জন্য।

থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম জানান, মনুর বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা (নং-১৬) দায়ের করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তাকে গ্রেফতার করতে পুলিশের গোয়েন্দা নজরদারি ছিল দীর্ঘদিন থেকে। এছাড়া ২০১৮ সালে বিস্ফোরক আইনে তার বিরুদ্ধে একটি মামলা সহ একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তিনি আরো বলেন, সিলেট রেঞ্জ ডিআইজির সার্বিক দিকনির্দেশনা ও জেলা পুলিশ সুপারের নির্দেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করায় কুলাউড়ায় পুলিশের  এই মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

ছবিঃ- পুলিশের হাতে আটক মাদক ব্যবসায়ী মনু।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad