কর্মধায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন।

প্রকাশিত: ১:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২১

কর্মধায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন।
booked.net

নিজস্ব সংবাদ দাতাঃ- কুলাউড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করা হয়েছে। শুক্রবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলার কর্মধা ইউনিয়নের ইছাছড়া পুঞ্জিতে উন্নয়ন সংস্থা আইপিডিএসের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইছাছড়া পুঞ্জির মন্ত্রী জেনারেল ধার।

আইপিডিএসের  ফাইন্যান্স এন্ড এডমিন অফিসার লিটন ম্রং এর পরিচালনায় বক্তব্য রাখেন- ইউপি সদস্য সিলভেষ্টার পাঠাং, ডেইলি স্টার জেলা প্রতিনিধি মিন্টু দেশোয়ারা, আইপিডিএসের জিআইজেড প্রকল্পের ডিপিও জয়ন্ত রাকসাম, প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন- আইপিডিএসের প্রকল্প সমন্বয়কারি অরিজেন খংলা। শুরুতে প্রার্থনার মধ্যদিয়ে সভার কাজ শুরু করেন ডিকন স্ট্যানলী রেম্বই।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad

Follow for More!