কর্মধার মুরইছড়ায় রাতের আঁধারে দেড় শতাধিক পানগাছ কেটে ফেলল দুষ্কৃতিকারীরা!

প্রকাশিত: ১:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২২

কর্মধার মুরইছড়ায় রাতের আঁধারে দেড় শতাধিক পানগাছ কেটে ফেলল দুষ্কৃতিকারীরা!
booked.net

আব্দুল কুদ্দুসঃ- কুলাউড়ার কর্মধা ইউনিয়নের মুরইছড়া খাসিয়া পুঞ্জির জুমে অন্তত দেড়শ’র বেশী পান গাছ কেটে ফেলেছে দুষ্কৃতিকারীরা। এতে উদ্বিগ্ন ও আতঙ্কের মাঝে রয়েছেন খাসিয়া সম্প্রদায়ের লোকজন। তারা পানজুমে যেকোন সময় ফের হামলার আশঙ্কা করছেন।

খোঁজ নিয়ে জানা যায়, গত শনিবার (১০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে পান গাছগুলো কাটা হয়েছে। রবিবার বিকেলে জুমে ডিউটিরত অবস্থায় পুঞ্জির কয়েকজন যুবক পানগাছ কাটার বিষয়টি নিশ্চিত হয়েই তারা ঘটনাটি মুরইছড়া পুঞ্জির মান্ত্রী ফ্লোরা বাবলী তালাংকে অবহিত করেন।

ক্ষতিগ্রস্থ মিথিল্ডা তালাং (৫১), মিন তালাং (৬০) এবং নেরিশ তালাং (৫৩) জানান, মুরইছড়া পুঞ্জির পান জুম থেকে তাদের অন্তত ১৫০টিরও বেশি পান গাছ দুষ্কৃতিকারীরা কেটে ফেলেছে। তারা বলেন, ‘কে বা কারা এটা করেছে তা আমরা জানি না। আমরা নিরীহ মানুষ। আমরা পান চাষ করেই সংসার চালাই। এটাই আমাদের একমাত্র জীবিকা। চার বছর পানজুমে পরিচর্যার পর একটু ভালো উৎপাদন হয়েছিল কিন্তু দুষ্কৃিতকারীরা সব স্বপ্ন এক নিমিষেই শেষ করে দিল। এসব গাছ কোন কাজে আসবেনা। এখন আমাদের পথে বসার উপক্রম।’

মুরইছড়া পুঞ্জির বাসিন্দা ও মানবাধিকার কর্মী হীরামন তালাং মুঠোফোনে বলেন, কেন খাসি আদিবাসীদের জীবিকার উপর বারবার হামলা হচ্ছে জানিনা। এখানে পান গাছের দোষই বা কি? এই কাজটি কারা করেছে পানজুম মালিকদের জানা নেই। তবে দুষ্কৃতিকারীরা খাসিয়াদের নিশ্চিহ্ন করতেই সহজ কৌশল হিসেবে বারবার পান গাছ কেটে দেয়। খাসিয়ারা রবিবারে পান জুমে কাজ করে না জেনেই সুযোগটি কাজে লাগিয়ে দুষ্কৃতিকারীরা শনিবার রাতে মুরইছড়ার জুমে প্রবেশ করে পানগাছ কেটে ফেলে। তিনি দুষ্কৃতিকারীদের বিচার দাবী করেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক বলেন, মুরইছড়া পুঞ্জির জুমে পান গাছ কাটার খবর পেয়েছি। সরজমিন পরিদর্শন করে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ছবিঃ- দুষ্কৃতিকারীদের হাতে কাটা একটি পান গাছ।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad