কুলাউড়ায় ওয়ারেন্টভুক্ত আসামীসহ ৮ জুয়াড়ি গ্রেফতার

প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২১

কুলাউড়ায় ওয়ারেন্টভুক্ত আসামীসহ ৮ জুয়াড়ি গ্রেফতার
booked.net

আব্দুল কুদ্দুস: কুলাউড়া থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামীসহ ৮ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দিবাগত রাত প্রায় ৩টায় থানার এসআই বিদ্যুৎ পুরকায়স্থ ও এএসআই তাজুল ইসলামের নেতৃত্বে কুলাউড়া পৌরসভার জয়পাশা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

থানা সূত্র জানায়, বুধবার দিবাগত গভীর রাতে কুলাউড়া পৌরসভার জয়পাশা গ্রামের মালিক মিয়ার ভাড়াটিয়া কলোনীতে অভিযান চালানো হয়। এসময় মামলার ওয়ারেন্টভুক্ত আসামীসহ ৮ জুয়াড়িকে আটক করা হয়।

তাছাড়া জুয়া খেলার আসর থেকে ১৫৬পিছ তাস ও নগদ প্রায় ৭ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- কুলাউড়া পৌরসভার জয়পাশা গ্রামের মৃত আকিল মিয়ার ছেলে ছয়ফুল মিয়া, মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নের মাসকান্দি গ্রামের ছানু মেম্বারের ছেলে রাশেদ মিয়া, মৃত এলাইছ মিয়ার ছেলে শিশু মিয়া, মৃত নজর আলীর ছেলে আলী হোসেন, মৃত পাইক্কা মিয়ার ছেলে শওকত মিয়া, মালিক মিয়ার ছেলে দেলোয়ার হোসেন, চুনু মিয়ার ছেলে শিপু মিয়া এবং মৃত এনাম উদ্দিনের ছেলে সুফি মিয়া।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় জানান, গ্রেফতারের পর বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজ্জু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

Ad