প্রকাশিত: ৬:৩৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৩
অনলাইন ডেস্কঃ- ২০২২ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) পৌনে ১২টার দিকে ফল ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে, এদিন বেলা ১১টার পর গণভবনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও বোর্ডের চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের ফলাফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী তখন উপস্থিত ছিলেন।এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট অংশ গ্রহণকারী পরীক্ষার্থী ছিলো ১২ লাখ তিন হাজার ৪০৭ জন।
ওয়েবসাইটে শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ফলাফল জানতে পারবে। তাছাড়া যে কেউ রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ওয়েবসাইট ও মোবাইলে এসএমএস করে ফল দেখতে পারবেন।
খুদে বার্তায় যেভাবে ফলাফল জানা যাবে:- ফলাফল প্রকাশিত হওয়ার পর খুদে বার্তার মাধ্যমেও জানা যাবে ফলাফল। এ জন্য প্রথমে HSC লিখে বোর্ডের নাম (প্রথম তিন অক্ষর), রোল, বছর টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে (যেমন HSC Dha 123456 2022 send to 16222)। অন্য শিক্ষা বোর্ডগুলোর ফলাফলও একইভাবে জানা যাবে। শুধু বোর্ডের নাম পরিবর্তন করতে হবে।
ছবিঃ- ইন্টারনেট।
Published From
Positive International Inc,
73-16, Roosevelt Ave Floor 2, Jackson Heights, New York 11372.
Email : voiceofkulaura2@gmail.com
Chief Editor : Shafiq Chowdhury
Editor : Abdul Quayyum
Managing Editor : Nurul Islam Emon
Design and developed by positiveit.us