প্রকাশিত: ৬:৩৬ পূর্বাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৪
অনলাইন ডেস্ক:- শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বৃত্তি দেবে। ২০২৩ সালে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অসচ্ছল মেধাবী ছাত্রছাত্রীদের (স্নাতক বা সমমান অধ্যয়নরত) এ বৃত্তি দেওয়া হবে।
এই বৃত্তির আবেদনের সময়সীমা ২১ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। আগ্রহী প্রার্থীরা যোগ্যতা ও অন্যান্য শর্তাবলি পূরণ সাপেক্ষে বৃত্তির জন্য নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।
যেভাবে আবেদনপত্র সংগ্রহ করবেন- আবেদনপত্রের ফরম শাহজালাল ইসলামী ব্যাংকের সব শাখায় অথবা তাদের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।
আবেদনের শর্তাবলি:-
★আগ্রহী প্রার্থীকে বৃত্তির জন্য নির্ধারিত ফরম পূরণ করে তার সঙ্গে ফরমের ৩ নম্বর পৃষ্ঠায় ক্রমিক নম্বর ২০-এ বর্ণিত প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে;
★ যেসব আবেদনকারীর পিতা বা মাতার বাত্সরিক আয় ২ লাখ টাকার ঊর্ধ্বে, তাদের আবেদনপত্র গৃহীত হবে না;
★উপরে বর্ণিত আবেদনের যোগ্যতা ও আবেদনপত্রের ফরমে উল্লেখ করা শর্তাবলির কোনো একটি অসম্পূর্ণ থাকলে, কোনো তথ্য ভুল বা মিথ্য প্রমাণিত হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে;
★অন্য কোনো প্রতিষ্ঠান থেকে বৃত্তিপ্রাপ্ত হলেও আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
★ আবেদনপত্র ডাক বা কুরিয়ারে পাঠাতে হবে।আবেদনের শেষ তারিখ আগামী ২১ নভেম্বর ২০২৪ ইং।
Published From
Positive International Inc,
73-16, Roosevelt Ave Floor 2, Jackson Heights, New York 11372.
Email : voiceofkulaura2@gmail.com
Chief Editor : Shafiq Chowdhury
Editor : Abdul Quayyum
Managing Editor : Nurul Islam Emon
Design and developed by positiveit.us