প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৩
নিজস্ব প্রতিবেদকঃ- কুলাউড়া উপজেলায় এইচএসসি পরীক্ষার ফলাফলে মহতোছিন আলী স্কুল এন্ড কলেজ পাশের হারে উপজেলার মধ্যে এবং কুলাউড়া সরকারি কলেজ সর্বোচ্চ জিপিএ-৫ অর্জনে সক্ষম হয়েছে। উপজেলার ১৪ টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশগ্রহণকারী ৩১৫৮ জনের মধ্যে ২২১৬ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ৮ প্রতিষ্ঠানের ২০ জন শিক্ষার্থী জিপিএ ৫ পাওয়ার গৌরব অর্জন করেছে। অত্র উপজেলায় পাশের হার ৭০.১৭% শতাংশ।
কলেজওয়ারী ফলাফলে শীর্ষে রয়েছে কুলাউড়া সরকারি কলেজ এখান থেকে ৬১৫ জনের মধ্যে ৬ জন জিপিএ ৫ সহ ৪৮৫ জন উত্তীর্ণ হয়েছে৷ এছাড়া ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজ থেকে ৪৭০ জনের মধ্যে ১ জন জিপিএ ৫সহ ৩১০ জন, লংলা আধুনিক ডিগ্রি কলেজ থেকে ৬৭২ জনের মধ্যে ১ জন জিপিএ ৫ সহ ৪২৩ জন, এম এ গণী আদর্শ কলেজ থেকে ২০৩ জনের মধ্যে ৯৭ জন, ভাটেরা ডিগ্রী কলেজ থেকে ১৪৩ জনের মধ্যে ১ জন জিপিএ ৫ সহ ১২৩ জন, ভূকশিমইল স্কুল এন্ড কলেজ থেকে ১৭৭ জনের মধ্যে ৫ জন জিপিএ ৫ সহ ১৪৪ জন, আলী আমজদ স্কুল এন্ড কলেজ থেকে ১৫১ জনের মধ্যে ৪ জন জিপিএ ৫ সহ ১২২ জন, ছকাপন স্কুল এন্ড কলেজ থেকে ৯৪ জনের মধ্যে ৬৯ জন, বরমচাল স্কুল এন্ড কলেজ থেকে ১৭৫ জনের মধ্যে ১ জন জিপিএ ৫ সহ ১৩৮ জন, নয়াবাজার কেসি স্কুল এন্ড কলেজ থেকে ২২২ জনের মধ্যে ১ জন জিপিএ ৫ সহ ১৪১ জন, রাউৎগাঁও স্কুল এন্ড কলেজ থেকে ৩১ জনের মধ্যে ১৭ জন, গজভাগ স্কুল এন্ড কলেজ থেকে ২২ জনের মধ্যে ১১ জন, মহতোছিন আলী স্কুল এন্ড কলেজ থেকে ৮৩ জনের মধ্যে ৭২ জন এবং মনু মডেল কলেজ থেকে ১০০ জনের মধ্যে ৭৪ জন পাশ করেছে।
Published From
Positive International Inc,
73-16, Roosevelt Ave Floor 2, Jackson Heights, New York 11372.
Email : voiceofkulaura2@gmail.com
Chief Editor : Shafiq Chowdhury
Editor : Abdul Quayyum
Managing Editor : Nurul Islam Emon
Design and developed by positiveit.us